Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৭, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ০৯:০৯, ২২ অক্টোবর ২০২৫

মানবতাবিরোধী মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১

১৫ সেনা কর্মকর্তার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

১৫ সেনা কর্মকর্তার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ পৃথক তিনটি মানবতাবিরোধী মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

অবগতিতে বলা হয়েছে, এই ১৫ জনের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত অবস্থায় আছেন। একজন সেনা কর্মকর্তা বর্তমানে অবসরকালীন ছুটিতে রয়েছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ