বয়স নিয়ে মিথ্যা তথ্য
জুলাইযোদ্ধা সুরভীর মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর বয়স সংক্রান্ত ভুল তথ্য আদালতে উপস্থাপনের অভিযোগে মামলার তদন্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) গাজীপুর জেলা জজ আদালত-১ এ এই আদেশ দেয়া হয়।
সোমবার সুরভীর রিমান্ড সংক্রান্ত আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালত-১ এ রিভিশনের আবেদন করা হয়। রিভিশনের শুনানির পাশাপাশি অন্তর্বর্তী জামিনের আবেদনও করা হয়। শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেন।
জামিন আদেশের পাশাপাশি আদালত তদন্তকারী কর্মকর্তার ভূমিকা নিয়ে গুরুতর অসন্তোষ প্রকাশ করেন। আদেশে উল্লেখ করা হয়, আসামির বয়স সম্পর্কে ভুল ও অসংগত তথ্য উপস্থাপন তদন্তকারী কর্মকর্তার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার প্রতিফলন বলে প্রতীয়মান হয়।
আদালত বলেন, মামলার সুষ্ঠু বিচার ও আইনি প্রক্রিয়ার স্বার্থে আসামির সঠিক বয়স নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আসামির মূল জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইন ভেরিফায়েড জন্মনিবন্ধন সনদসহ সশরীরে আদালতে উপস্থিত হয়ে বয়স সংক্রান্ত এ অসংগতির বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে সোমবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই আদেশের পর আদালতপাড়ায় ‘অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা’ ব্যানারে জড়ো হওয়া জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মামলাটিকে কেন্দ্র করে তদন্তের স্বচ্ছতা ও আইনি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।
সবার দেশ/কেএম




























