Sobar Desh | সবার দেশ চবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪২, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০২:৪৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

চাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

চাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে মোট ৯০৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন, হল সংসদে ৪৭৩ জন এবং হোস্টেল সংসদে ২০ জন প্রার্থী রয়েছেন। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে খসড়া ভোটার তালিকাও।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

চাকসুর ওয়েবসাইট অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া খেলাধুলা সম্পাদক ১২ জন, সহ-খেলাধুলা সম্পাদক ১৪ জন, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক ১৭ জন, সহ-সাহিত্য সম্পাদক ১৫ জন, দপ্তর সম্পাদক ১৭ জন, সহ-দপ্তর সম্পাদক ১৪ জন, ছাত্রী কল্যাণ সম্পাদক ১৩ জন, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক ১০ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক ১১ জন, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক ১২ জন, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক ২০ জন, স্বাস্থ্য সম্পাদক ১৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ১৬ জন, যোগাযোগ ও আবাসন সম্পাদক ১৭ জন, সহ-যোগাযোগ সম্পাদক ১৪ জন, আইন ও মানবাধিকার সম্পাদক ৯ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক ২০ জন এবং নির্বাহী সদস্য পদে ৮৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ছাত্রদের ৯টি হলে ৩৫০ জন এবং ছাত্রীদের ৫টি হলে ১২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

  • ছাত্র হলের মধ্যে এএফ রহমান হলে ৩৮ জন, আলাওল হলে ৩২ জন, অতীশ দীপংকর হলে ৩৭ জন, শাহ আমানত হলে ৪৩ জন, শহীদ ফরহাদ হোসেন হলে ৪৫ জন, সূর্যসেন হলে ৩৭ জন, শহীদ আব্দুর রব হলে ৩১ জন, শাহজালাল হলে ৩৪ জন এবং সোহরাওয়ার্দী হলে ৫৩ জন প্রার্থী চূড়ান্ত তালিকায় রয়েছেন।
  • ছাত্রী হলের মধ্যে বিজয় ২৪ হলে ২৮ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩০ জন, নওয়াব ফয়জুন্নেসা হলে ১৭ জন, প্রীতিলতা হলে ২৬ জন এবং শামসুন্নাহার হলে ২২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, ওয়েবসাইটে দেয়া খসড়া ব্যালট নম্বর প্রার্থীদের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলে সেটিই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। তিনি বলেন, এখনও নির্বাচনকে ঘিরে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আশা করি শিক্ষার্থীরা সে পরিবেশ বজায় রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি