Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ৩ ডিসেম্বর ২০২৫

স্বতন্ত্রতা রক্ষায় উত্তাল ইডেন: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

স্বতন্ত্রতা রক্ষায় উত্তাল ইডেন: শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

ইডেন মহিলা কলেজের স্বতন্ত্র পরিচয়, নারীবান্ধব পরিবেশ ও একাডেমিক কাঠামো রক্ষার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ অধ্যাদেশ বাস্তবায়িত হলে ইডেনের দীর্ঘদিনের নারী-কেন্দ্রিক শিক্ষা কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে—এমন শঙ্কা থেকে তারা সড়ক অবরোধ করেছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে কলেজের ২ নম্বর গেটের সামনে শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন। এতে আজিমপুর থেকে নীলক্ষেতমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন পথচারী ও যানবাহনচালকরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রস্তাবিত অধ্যাদেশে সহশিক্ষার সম্ভাবনা বাড়ছে, কিছু বিভাগ বিলুপ্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে এবং ইডেনের নারী-কেন্দ্রিক ঐতিহ্য ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রবল। তাদের ভাষায়, ‘ইডেন শুধু ভবন নয়, নারীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন। এ পরিচয় নষ্ট হতে দেবো না।

শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উপস্থাপন করেছেন। সেগুলো হলো:

  • ইডেন মহিলা কলেজকে কেবল নারীদের জন্য সংরক্ষিত রাখা।
  • বিদ্যমান কোনও বিভাগ বিলুপ্ত না করা।
  • বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দুপুর ১টা থেকে ৭টা নয়; বরং পূর্ণ ২৪ ঘণ্টা বহাল রাখা।
  • ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধরে রাখা এবং ইন্টারমিডিয়েট কার্যক্রম চালুর পরিকল্পনা বাতিল করা।
  • যোগ্যতা থাকা সত্ত্বেও ইডেনকে বিশ্ববিদ্যালয়ের একটি মাত্র ফ্যাকাল্টিতে পরিণত করার প্রস্তাব প্রত্যাহার করা।

অবরোধ স্থলে শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানালেও প্রস্তাবিত অধ্যাদেশ নিয়ে এখনও স্পষ্ট কোনও সরকারি অবস্থান পাওয়া যায়নি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ