Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ৯ এপ্রিল ২০২৫

চীনে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

চীনে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০
ছবি: সংগৃহীত

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে ভয়াবহ এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে রয়টার্স।

৮ এপ্রিল, স্থানীয় সময় রাত ৯টার দিকে চেংদে শহরের একটি নার্সিং হোমে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে, যেখানে বসবাস করছিলেন বয়স্ক ও অসুস্থ মানুষজন।

সিনহুয়া জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে বিষয়টি তদন্তে বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভবনের অন্যান্য বাসিন্দাদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য, যদিও সংখ্যা উল্লেখ করা হয়নি।

চীনে বিগত বছরগুলোতে নার্সিং হোম ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। বিশেষ করে অগ্নিনির্বাপণ ও জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থার অভাব বড় দুর্ঘটনায় রূপ নিচ্ছে—এ অগ্নিকাণ্ড তার করুণ উদাহরণ।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি তা যথেষ্ট নয় বলে মনে করছেন সামাজিক মাধ্যমে ক্ষুব্ধ নাগরিকরা। হ্যাশট্যাগ #HebeiFire এখন চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ট্রেন্ড করছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ