Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ৫ মে ২০২৫

প্রধান বিমানবন্দরে হামলা

হুতির মিসাইল হামলায় ৬ ইসরায়েলি নিহত

হুতির মিসাইল হামলায় ৬ ইসরায়েলি নিহত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার সকালে এ হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। 

হামলার পরপরই বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়, যদিও পরে তা পুনরায় চালু করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র সতর্কতা সাইরেন বাজার পরপরই ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হানে। হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একটি বিস্ফোরণের ফলে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ হামলার পর বলেন, আমাদের কেউ আঘাত করলে তা সাত গুণ শক্তিতে ফিরিয়ে দেয়া হবে অপরদিকে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারিই বলেন, ইসরায়েলি বিমানবন্দর আর বিমানযাত্রার জন্য নিরাপদ নয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্বীকার করেছে, ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ ব্যর্থতার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বর থেকে ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে হুতিরা। এরই অংশ হিসেবে তারা এ হামলা চালায় বলে দাবি করেছে।

সবার দেশ/কেএম