খামেনির উত্তরসূরি নির্ধারণে চমক: তালিকায় নেই পুত্র মোজতবা
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন শীর্ষ ধর্মগুরুর নাম নির্ধারণ করেছেন। তবে এ তালিকায় নেই তার বহুল আলোচিত পুত্র মোজতবা খামেনি—এমনটাই জানিয়েছে নিউইয়র্ক টাইমস, দেশটির তিনজন শীর্ষ কর্মকর্তার বরাতে।
৮৬ বছর বয়সী খামেনির এ পদক্ষেপকে ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে জরুরি উত্তরাধিকার পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি বর্তমানে রাজধানী তেহরানের একটি ভূগর্ভস্থ সুরক্ষিত বাঙ্কার থেকে কার্যক্রম পরিচালনা করছেন এবং বিশ্বস্ত সহকারীর মাধ্যমে বাহ্যিক যোগাযোগ রক্ষা করছেন।
ইরান-ইসরায়েল উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর ইরানি কমান্ড কাঠামোয় সম্ভাব্য মৃত্যুর ঘটনায় দ্রুত নেতৃত্ব হস্তান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমনকি শীর্ষ সামরিক কমান্ডারদের বিকল্প নিয়োগও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
যদিও খামেনির পুত্র মোজতবা দীর্ঘদিন ধরে রেভল্যুশনারি গার্ড কোরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং একজন ধর্মীয় নেতা হিসেবেও প্রতিষ্ঠিত, তাকে উত্তরসূরির তালিকা থেকে বাদ দেয়া ইঙ্গিত দেয়—ইরান হয়তো বংশগত নেতৃত্ব নয়, বরং ধারাবাহিকতা ও স্থিতিশীলতা ভিত্তিক নির্বাচন চায়।
উল্লেখ্য, সুপ্রিম লিডার পদের উত্তরাধিকার নির্বাচনের দায়িত্বে রয়েছে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। খামেনি যদি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন, তবে এ পরিষদই দ্রুত উত্তরাধিকার নির্ধারণে সিদ্ধান্ত নেবে।
এর আগে ইরান ইন্টারন্যাশনাল জানায়, ইসরায়েলের বিমান হামলার পরপরই খামেনি ও তার পরিবারকে উত্তর তেহরানের লাভিজানের একটি সুরক্ষিত ভূগর্ভস্থ বাঙ্কারে সরিয়ে নেয়া হয়।
এ সিদ্ধান্তে স্পষ্ট, ইরান কেবল যুদ্ধ নয়, নেতৃত্বে অনির্দিষ্টতার প্রতিক্রিয়াতেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
সবার দেশ/কেএম




























