Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ২৮ জুন ২০২৫

এক সপ্তাহের মধ্যেই গাজায় হতে পারে যুদ্ধবিরতি: ট্রাম্প

এক সপ্তাহের মধ্যেই গাজায় হতে পারে যুদ্ধবিরতি: ট্রাম্প

গাজায় চলমান সংঘাতের অবসান হতে পারে আগামী এক সপ্তাহের মধ্যেই— এমন আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ জুন) ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর এএফপির।

ইসরায়েল ও হামাসের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা মনে করছি, আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতির একটা চুক্তি হতে যাচ্ছে।

ওভাল অফিসে কঙ্গো-রুয়ান্ডা চুক্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প আরও বলেন, আমার মনে হয়, খুব দ্রুতই যুদ্ধবিরতি কার্যকর হবে। আমি এ ইস্যুতে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আমরা আশাবাদী, আগামী সপ্তাহেই যুদ্ধবিরতি হতে যাচ্ছে। তবে তিনি কাদের সঙ্গে কথা বলেছেন, তা প্রকাশ করেননি।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, যুদ্ধ বন্ধের কোনো চুক্তির আওতায় তারা বাকি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। তবে ইসরায়েলের শর্ত আরও কঠোর। তেল আবিব বলছে, হামাস পুরোপুরি নিরস্ত্র ও বিলুপ্ত না হলে যুদ্ধ থামবে না। কিন্তু হামাস এ শর্ত মানতে রাজি নয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের  হামলার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ মানুষ নিহত হয় এবং আড়াইশ'র মতো মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলা ও সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সবার দেশ/এফএস 
 

সর্বশেষ