Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ২৭ জুন ২০২৫

আপডেট: ২১:০৭, ২৭ জুন ২০২৫

গাজায় ব্যর্থতার স্বীকার, যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি তিন মন্ত্রীর

গাজায় ব্যর্থতার স্বীকার, যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলি তিন মন্ত্রীর
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরাইলের দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে কার্যত কোনো সাফল্য আসেনি বলে অবশেষে স্বীকার করেছেন দেশটির তিনজন মন্ত্রী। তারা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, এ পরিস্থিতিতে হয় সামরিক কৌশলে বড় পরিবর্তন আনতে হবে, নয়তো বন্দি বিনিময় নিয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে যেতে হবে।

ইসরায়েলের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, চলমান যুদ্ধ ও ফিলিস্তিনি প্রতিরোধের কারণে তেলআবিবের ক্ষয়ক্ষতি দিনকে দিন বাড়ছে। এ অবস্থায় হতাশ হয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সরাসরি ব্যর্থতা স্বীকার করেছেন।

চ্যানেল ১২ ওই তিন মন্ত্রীর নাম প্রকাশ না করলেও তাদের উদ্ধৃতি দিয়ে জানায়, আমরা গাজায় যা করেছি, তা তাত্ত্বিকভাবে সফল হওয়ার সুযোগ থাকলেও, বাস্তবে কোনো ফল পাওয়া যায়নি।

এদিকে, হামাসের সঙ্গে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি ইস্যুতে চলমান পরোক্ষ আলোচনার অচলাবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। চ্যানেল ১২ জানায়, আমেরিকার তীব্র আগ্রহ থাকা সত্ত্বেও আলোচনা কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না।

ইসরায়েলি কর্মকর্তারা বলেন, অনেকে মনে করছেন ইরানে হামলার পর হামাস দ্রুত চুক্তিতে যাবে, কিন্তু বাস্তবতা হলো, তারা আসলে হামাসের প্রকৃতি বুঝতে পারছেন না।

উল্লেখ্য, গাজায় টানা ৮ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালালেও হামাসের সামরিক সক্ষমতা ভেঙে দেওয়া সম্ভব হয়নি। বরং যুদ্ধের ভয়াবহতা আরও বিস্তৃত হয়েছে এবং ইসরায়েলের ভেতরেও ব্যাপক রাজনৈতিক চাপ তৈরি হয়েছে।

সবার দেশ/এফএস

সর্বশেষ