হোয়াইট হাউসে ট্রাম্প-জেলেনস্কির বৈঠক শুরু
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান ইস্যুতে ওয়াশিংটনের হোয়াইট হাউসে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার (১৮ আগষ্ট) দুপুর ১টা ১৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।
জেলেনস্কি আগের রাতেই ওয়াশিংটনে পৌঁছান এবং সোমবার দুপুর ১টা ১৩ মিনিটে হোয়াইট হাউসে প্রবেশ করেন। তার সঙ্গে বৈঠকে উপস্থিত আছেন ইউক্রেনের সেনাপ্রধান আন্দ্রিয়ে ইয়েরমাক এবং জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ।
অন্যদিকে ট্রাম্পের সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ।
এ বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ মাত্র তিন দিন আগে একই ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন ট্রাম্প। পুতিনের সঙ্গে সে বৈঠক অনুষ্ঠিত হয় আলাস্কার একটি মার্কিন সেনাঘাঁটিতে।
ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ঘিরে ওয়াশিংটনে ইতিমধ্যেই পৌঁছেছেন ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইতালি ও ফিনল্যান্ডের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন। সোমবার দুপুরে ট্রাম্পের সঙ্গে আলোচনার আগে তাদের সঙ্গেও বৈঠক করেছেন জেলেনস্কি।
শিডিউল অনুযায়ী, জেলেনস্কির সঙ্গে আলোচনা শেষে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে পশ্চিমা রাষ্ট্রনেতা এবং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বসবেন ট্রাম্প।
সূত্র: সিএনএন/বিবিসি
সবার দেশ/কেএম




























