Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৫, ৯ আগস্ট ২০২৫

ট্রাম্পের চাপের মুখে মিত্র খুঁজছেন পুতিন, মোদি-শির সঙ্গে আলাপ

ট্রাম্পের চাপের মুখে মিত্র খুঁজছেন পুতিন, মোদি-শির সঙ্গে আলাপ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকির মুখে চীন ও ভারতের নেতাদের সঙ্গে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য শীর্ষ বৈঠকের আগ মুহূর্তে এ কূটনৈতিক যোগাযোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।

পশ্চিমা নিষেধাজ্ঞার নতুন ধাপ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে শুক্রবার এ আলোচনা হয়। যুক্তরাষ্ট্র আগেই হুঁশিয়ারি দিয়েছিলো, ইউক্রেনে রাশিয়ার অভিযান বন্ধ না হলে মস্কোর প্রধান অর্থনৈতিক অংশীদারদের ওপরও আঘাত হানা হবে।

মোদি ও শির সঙ্গে টেলিফোনে আলোচনা

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ফোনে চীনা প্রেসিডেন্ট শি চিনপিংকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে মস্কোয় হওয়া আলোচনার বিষয়বস্তু জানিয়েছেন। শি ‘দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানে’ সমর্থন দিয়েছেন। চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, শি বলেছেন, চীন খুশি যে রাশিয়া ও যুক্তরাষ্ট্র যোগাযোগ অব্যাহত রেখেছে এবং রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে।

রাশিয়ার ইউক্রেন অভিযানের পর চীন ও রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। যদিও চীন নিজেকে নিরপেক্ষ দাবি করলেও, কখনোই রাশিয়ার নিন্দা করেনি বা সেনা প্রত্যাহারের আহ্বান জানায়নি।

পুতিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও আলোচনা করেন। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভারতের রুশ তেল আমদানির ওপর নতুন শুল্ক বসিয়েছে। মোদি এক্সে (সাবেক টুইটার) লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে খুব ভালো ও বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে তথ্য দেয়ায় তাকে ধন্যবাদ জানাই।

উভয় পক্ষ আলোচনা নিয়ে বিস্তারিত কিছু না জানালেও বিশ্লেষকরা মনে করছেন, এটি ট্রাম্পের হুমকি মোকাবিলায় কৌশলগত সমর্থন নিশ্চিতের প্রচেষ্টা।

শান্তি আলোচনা ও ট্রাম্পের সময়সীমা

ট্রাম্প আগেই বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ তিনি ২৪ ঘণ্টায় থামাতে পারবেন। যদিও বাস্তবে তার কোনও উদ্যোগই এখন পর্যন্ত কার্যকর হয়নি। তার সময়সীমা অনুযায়ী শুক্রবারই শেষ দিন, যার ব্যর্থতায় রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে।

তবে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প সময়সীমা নিয়ে পরিষ্কার কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, এটা পুতিনের ওপর নির্ভর করছে। দেখা যাক, সে কী করে।

এই প্রেক্ষাপটে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান শান্তি আলোচনা এখনো কোনো অগ্রগতি আনতে পারেনি। এখন পর্যন্ত তিন দফা আলোচনায় ফল আসেনি। পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, যদিও জেলেনস্কি বলেছেন, শান্তির পথে অগ্রসর হতে হলে সেই সাক্ষাৎ অপরিহার্য।

জনমানসে হতাশা

মস্কোর রাস্তায় সাধারণ মানুষের মধ্যেও শান্তির ব্যাপারে তেমন আশা নেই। এক আইনজীবী বলেন, 

সর্বোত্তমের আশা করি, কিন্তু সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত থাকি। আসলে আমার আর আশা নেই।

ইউক্রেনে চলমান রুশ অভিযানে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যুদ্ধ থামাতে ট্রাম্প–পুতিন আলোচনার ফল কী দাঁড়ায়, সেটাই এখন নজর রাখার বিষয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি