জাতিসংঘের হেলিকপ্টার সোমালিয়ায় অবতরণ, দখলে নিলো সন্ত্রাসীরা
সোমালিয়ায় জাতিসংঘের ভাড়া করা একটি হেলিকপ্টার জরুরি অবতরণের পর জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হাতে পড়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) মধ্য গালগাদুদ অঞ্চলের হিন্দেরে এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় কুলমিয়ে রেডিওর বরাত দিয়ে খবরটি জানিয়েছে সোমালি গার্ডিয়ান।
প্রতিবেদন অনুযায়ী, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি সন্ত্রাসী-নিয়ন্ত্রিত এলাকায় নামতে বাধ্য হয়। অবতরণের পরপরই আল-শাবাবের যোদ্ধারা হেলিকপ্টারটি দখল করে নেয় এবং ক্রু ও বহনকৃত পণ্যসামগ্রীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তবে এখনও পর্যন্ত হেলিকপ্টারের নিবন্ধন নম্বর, আরোহীর সঠিক সংখ্যা কিংবা পণ্যসম্ভারের প্রকৃতি প্রকাশ করা হয়নি।
প্রাথমিক তথ্য বলছে, হেলিকপ্টারটি হিরান অঞ্চল থেকে উড্ডয়ন করে উইসিলের দিকে যাচ্ছিলো।
ঘটনার পর নিরাপত্তা মহলে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ একই এলাকায় ২০২৪ সালের জানুয়ারিতেও জাতিসংঘের ভাড়া করা একটি বিমান জরুরি অবতরণ করেছিলো। তখন বিমানের ক্রুরা রহস্যজনকভাবে নিখোঁজ হন এবং তাদের কোনো খোঁজ এখনও মেলেনি।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনা কেবল জাতিসংঘের মানবিক মিশনের নিরাপত্তা নয়, বরং আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রমকে গুরুতর ঝুঁকির মুখে ফেলছে। সোমালিয়ায় আল-শাবাব এখনও শক্ত অবস্থানে রয়েছে—এ ঘটনাই তার প্রমাণ।
সবার দেশ/কেএম




























