Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬:২৮, ২ নভেম্বর ২০২৫

তুরস্কে কমছে আশ্রিতের সংখ্যা

সিরিয়ায় ফিরলেন সাড়ে পাঁচ লাখ শরণার্থী

সিরিয়ায় ফিরলেন সাড়ে পাঁচ লাখ শরণার্থী
ছবি: সংগৃহীত

সিরিয়ার দীর্ঘ যুদ্ধ ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ধীরে ধীরে নিজ দেশে ফিরছেন শরণার্থীরা। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, গত বছরের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকে প্রায় পাঁচ লাখ ৫০ হাজার সিরীয় শরণার্থী তুরস্ক থেকে নিজ দেশে ফিরে গেছেন।

শনিবার (১ নভেম্বর) ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে তুরস্কে প্রায় ২৪ লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছেন, যদিও একসময় এ সংখ্যা ছিলো ৩৫ লাখেরও বেশি। অর্থাৎ গত এক বছরে দেশটিতে শরণার্থীর সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ কমেছে।

অন্যদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ সরকারের পতনের পর থেকে মোট ১১ লাখ ৬০ হাজার সিরীয় নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন। এর পাশাপাশি প্রায় ১৯ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ নিজেদের পুরোনো বাড়িঘরে ফিরতে সক্ষম হয়েছেন।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় এখনও পুনর্গঠনের কাজ চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, দেশটিতে এখনো ৭০ লক্ষাধিক মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অবস্থায় আছেন, আর বিদেশে আশ্রয় নেয়া শরণার্থীর সংখ্যা ৪৫ লাখেরও বেশি।

জাতিসংঘ ও তুরস্ক উভয় পক্ষই বলছে, সীমান্তে ফেরত যাওয়া সিরীয়দের পুনর্বাসনে আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য হয়ে উঠেছে, কারণ দেশে ফিরে অনেকেই এখনো ঘরবাড়ি, চিকিৎসা ও কর্মসংস্থানের তীব্র সংকটে ভুগছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন