Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ৮ নভেম্বর ২০২৫

ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন

ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিব্রত করছেন: বাইডেন
ছবি: সংগৃহীত

মার্কিন রাজনীতিতে ফের সরব হয়েছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে তিনি অভিযোগ করেছেন, ট্রাম্প এমনভাবে কাজ করছেন যা পুরো জাতির জন্য লজ্জাজনক।

শুক্রবার (৭ নভেম্বর) নেব্রাস্কার ওমাহায় ডেমোক্র্যাটিক পার্টির এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বাইডেন বলেন, আমি শুধু বলতে চাই, মি. প্রেসিডেন্ট, আপনি জনগণের জন্য কাজ করুন—শুধু কোটিপতি ও বিলিয়নেয়ারদের জন্য নয়। আপনি এমন আচরণ করছেন, যা যুক্তরাষ্ট্রকে বিব্রত করছে।

বাইডেন বলেন, আমি আন্তরিকভাবে ক্ষুব্ধ। এটি গণতন্ত্রের প্রশ্ন—গণতন্ত্রে কোনো রাজা নেই। অথচ আপনি এমনভাবে আচরণ করছেন যেন পুরো দেশ আপনার ব্যক্তিগত সম্পত্তি।

প্রায় দশ মাস পর জনসম্মুখে রাজনৈতিক বক্তব্য রাখলেন বাইডেন। চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে তিনি প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা ও পুনর্বাসনে মনোযোগ দিচ্ছিলেন।

বক্তৃতায় ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে বাইডেন বলেন, তিনি সংবিধান, আইনের শাসন ও গণতন্ত্র—সবকিছুকেই ধ্বংস করেছেন। তিনি আমেরিকার রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করেছেন।

এ সময় তিনি নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও নিউ জার্সিতে ডেমোক্র্যাটিক পার্টির সাম্প্রতিক জয়ের জন্য আনন্দ প্রকাশ করেন। বলেন, ডেমোক্র্যাটিক পার্টি ফিরে এসেছে। আমেরিকান জনগণ ট্রাম্প ও তার অনুগামীদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে—তারা বিভাজন নয়, ঐক্য ও গণতন্ত্র চায়।

বাইডেন আরও বলেন, গণতন্ত্র কোনো স্থায়ী অধিকার নয়, এটি রক্ষা করতে হয়। আমাদের এমন নেতৃত্ব বেছে নিতে হবে, যারা গণতন্ত্রকে টিকিয়ে রাখবে, ধ্বংস করবে না।

উল্লেখ্য, বাইডেন ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমে তিনি পুনর্নির্বাচনের ইচ্ছা প্রকাশ করলেও ট্রাম্পের সঙ্গে বিতর্কে দুর্বল পারফরম্যান্সের পর নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরবর্তীতে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ২০২৫ সালের নভেম্বরে ট্রাম্পের কাছে নির্বাচনে পরাজিত হন।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন