Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৮, ৬ ডিসেম্বর ২০২৫

আসছে রোবট-নির্ভর অর্থনীতি 

আগামী ২০ বছরে চাকরির যুগ শেষ— দাবি মাস্কের

আগামী ২০ বছরে চাকরির যুগ শেষ— দাবি মাস্কের
ফাইল ছবি

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ইউএস–সৌদি ইনভেস্টমেন্ট ফোরাম’-এ ভবিষ্যৎ শ্রমবাজার নিয়ে চমকে দেয়া পূর্বাভাস দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক। তার দাবি, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে মানুষের জন্য চাকরি আর বাধ্যতামূলক কোনও বাস্তবতা থাকবে না—মানুষ কাজ করবে শুধুই নিজের আনন্দ বা আগ্রহ থেকে।

মাস্ক বলেন, ভবিষ্যতের বৈশ্বিক অর্থনীতি পরিচালিত হবে কোটি কোটি রোবট, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা। মানুষের শ্রমশক্তি তখন হবে ‘প্রায় অপ্রয়োজনীয়’। তার মতে, টেসলার ভবিষ্যৎ বাজারমূল্যের প্রায় ৮০ শতাংশ আসবে তাদের হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’ থেকে—যা আগামী প্রজন্মের শ্রমবাজারে বড় ধরনের পরিবর্তন আনবে।

ফোরামে তিনি ‘ইউনিভার্সাল হাই ইনকাম’ নামের একটি ধারণাও তুলে ধরেন। মাস্কের মতে, মানবজাতির ভবিষ্যৎ এমন একটি অর্থনৈতিক কাঠামোর দিকে এগোতে পারে, যেখানে অর্থ থাকবে না—মানুষ মৌলিক চাহিদা নিয়ে চিন্তামুক্ত হয়ে সৃজনশীল বা ব্যক্তিগত ইচ্ছাধর্মী কাজে সময় ব্যয় করতে পারবে।

যদিও তার এ ভবিষ্যদ্বাণী বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে, অনেক অর্থনীতিবিদ বিষয়টিকে ‘অত্যধিক কল্পনাপ্রসূত’ বলে মনে করছেন। বিশেষজ্ঞদের যুক্তি, প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্ত, বৈষম্যহীন সম্পদ বণ্টন এবং সামাজিক কাঠামোরও বড় ধরনের পরিবর্তন প্রয়োজন—যা এত দ্রুত বাস্তবায়ন কঠিন।

বিষয়টি প্রথম প্রকাশ করে ইয়াহু ফিনান্স।

সবার দেশ/কেএম

সর্বশেষ