Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০২, ১৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:০৩, ১৫ ডিসেম্বর ২০২৫

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০
ছবি: সংগৃহীত

কলম্বিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি স্কুলবাস খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট ৪৫ জন যাত্রী ছিলেন।

রোববার (১৪ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে আনতিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেডেলিনের উদ্দেশে যাত্রা করেছিল। এতে লিসেও আনতিওকেনো হাই স্কুলের একদল শিক্ষার্থী ছিলেন, যারা সমুদ্রসৈকতে গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন।

গভর্নর আন্দ্রেস জুলিয়ান বলেন, ডিসেম্বরের আনন্দঘন সময়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা পুরো অঞ্চলের জন্যই অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

স্থানীয় সংবাদমাধ্যম এল কলোম্বিয়ানোর খবরে বলা হয়, ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাসটি প্রায় ৮০ মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্তাধীন রয়েছে।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভ্রমণটি স্কুলের আনুষ্ঠানিক কোনো কার্যক্রম ছিলো না; শিক্ষার্থীরাই নিজেদের উদ্যোগে এটি আয়োজন করেছিলেন। নিহতদের মধ্যে বাসচালক জনাতান তাবোর্দা কোকাকোলোও রয়েছেন। তিনি পর্যটন পরিবহন সংস্থা প্রিকালচারের হয়ে কাজ করতেন। আনতিওকিয়া পর্যটন নেটওয়ার্ক তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। শিল্পখাত সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্ঘটনার সময় তিনি ক্যারিবীয় উপকূল থেকে মেডেলিনে ফিরছিলেন।

সেগোভিয়ার মেয়র এডউইন কাস্তানেদা জানান, আহতদের বয়স ১৬ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের সেগোভিয়া ও রেমেদিওসের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেমেদিওসের সান ভিসেন্তে দে পল হাসপাতালে ১৬ জন আহত চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ১২ জন কিশোর।

দুর্ঘটনার পর লিসেও আনতিওকেনো হাই স্কুল সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে জানায়, শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। ২০২৫ সালের গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা যারা এ ভ্রমণে অংশ নিয়েছিলো, এ শোকের মুহূর্তে স্কুল কর্তৃপক্ষ তাদের এবং পুরো শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রদায়ের পাশে রয়েছে বলে জানানো হয়। শোকের প্রতীক হিসেবে স্কুলটি তাদের প্রোফাইল ছবিতে কালো ফিতা যুক্ত করেছে।

এদিকে জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রেমেদিওস পৌরসভার আওতাধীন সেগোভিয়া-আনতিওকিয়া মহাসড়কে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তারা গভীর দুঃখ প্রকাশ করছে। দুর্ঘটনার কারণ ও নিহত-আহতের চূড়ান্ত সংখ্যা নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

সংস্থাটি পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে সবাইকে ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, সচেতনতা ও নিয়ম মেনে চলার মাধ্যমেই এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব, যা কলম্বিয়ার অসংখ্য পরিবারকে গভীরভাবে প্রভাবিত করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনের নতুন ‘টাইপ ৯৯বি’ ট্যাঙ্ক ভারত সীমান্তে!
শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক
আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ;র জয়
তাসনিয়া ফারিণের ‘শীত বিলাস’ দাবি! নেটদুনিয়ায় ঝড়
আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন