হামলার পর নাটকীয় দাবি ট্রাম্পের
মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশছাড়া করা হয়েছে: ট্রাম্প
ভেনেজুয়েলায় সাম্প্রতিক সামরিক হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
শনিবার (৩ জানুয়ারি) দেয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অভিযানের পরপরই মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে তাদের নিরাপত্তাজনিত কারণে ভেনেজুয়েলার ভেতরে না রেখে দেশটির বাইরে স্থানান্তর করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
রয়টার্সের এক প্রতিবেদনে ট্রাম্পের এ বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। তবে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে মাদুরো কোথায় আছেন বা তাকে কোন দেশে নেয়া হয়েছে, সে সম্পর্কেও কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে কারাকাসসহ ভেনেজুয়েলার একাধিক প্রদেশে বিস্ফোরণ ও হামলার ঘটনার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে মাদুরো সরকার। ওই হামলার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়। এমন পরিস্থিতিতে ট্রাম্পের এই নতুন দাবি ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করেছে।
বিশ্লেষকরা বলছেন, যদি এ দাবি সত্য হয়ে থাকে, তাহলে তা শুধু ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, পুরো লাতিন আমেরিকার ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে স্পষ্টতা না থাকায় আন্তর্জাতিক মহলে অনিশ্চয়তা ও উদ্বেগ বাড়ছে।
সবার দেশ/কেএম




























