Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ১৩ জানুয়ারি ২০২৬

নিরাপত্তা পরিস্থিতির অবনতি

নাগরিকদের ‘এখনই ইরান ছাড়ুন’—কড়া সতর্কতা যুক্তরাষ্ট্রের

নাগরিকদের ‘এখনই ইরান ছাড়ুন’—কড়া সতর্কতা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

ইরানে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি ও সহিংসতার আশঙ্কায় নিজ দেশের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান বিক্ষোভ, গ্রেফতার ও অস্থিরতার প্রেক্ষাপটে এ সতর্কতাকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

সোমবার যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল অ্যাম্বাসি তেহরান এক জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে জানায়, ইরানের সার্বিক পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। দেশজুড়ে বিক্ষোভ, সহিংসতা, ব্যাপক গ্রেপ্তার এবং অনিশ্চিত পরিবেশের কারণে মার্কিন নাগরিকদের ‘এখনই’ ইরান ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বিভিন্ন শহরে চলমান প্রতিবাদ কর্মসূচি ক্রমেই তীব্রতর হচ্ছে। এর ফলে অনেক এলাকায় সড়ক অবরোধ, গণপরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়া এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যা স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করছে।

যুক্তরাষ্ট্র নাগরিকদের সম্ভাব্য নিরাপদ রুট পরিকল্পনা করে স্থলপথে আর্মেনিয়া বা তুরস্কের দিকে দ্রুত ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে। পাশাপাশি সীমান্ত অতিক্রমের সময় নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

যেসব নাগরিক এখনই দেশ ছাড়তে পারবেন না, তাদের জন্যও বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, এমন পরিস্থিতিতে নিরাপদ স্থানে অবস্থান করতে হবে এবং জরুরি প্রয়োজনের জন্য খাদ্য, পানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করে রাখতে হবে।

এছাড়া সীমান্তবর্তী এলাকা ও আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থায়, বিশেষ করে বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। যে কোনও সময় পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে—এ আশঙ্কায় নাগরিকদের যত দ্রুত সম্ভব নিরাপদ ও কার্যকর উপায়ে ইরান ত্যাগের উদ্যোগ নিতে বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ সতর্কতা ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মাত্রা কতটা গুরুতর পর্যায়ে পৌঁছেছে, তারই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি