Sobar Desh | সবার দেশ ড. লিপন মুস্তাফিজ


প্রকাশিত: ০১:১৭, ২৫ মে ২০২৫

আপডেট: ০১:২১, ২৫ মে ২০২৫

উপন্যাস

আকাশ মেঘলা হলেও হাসে

আকাশ মেঘলা হলেও হাসে
ছবি: সবার দেশ

(পর্ব আঠারো)

ঢাকা থেকে যারা আমরা প্রতিদিন টানবাজার এসে অফিস করি, তারা একটা এপসের মাধ্যমে দেখার চেষ্টা করি ট্রেন কোথায় আছে, কত দূরে আছে। এর পরে শাখা থেকে বের হই, ঢাকার উদ্দেশ্যে। যদি দেখি ট্রেন আসতে দেরী হবে তাহলে বাসের জন্য অন্য দিকে রওনা দেই। কিন্তু হানিফ ফ্লাই ওভারে জ্যাম অনেক সময় ধরে থাকে। তাই আমাদের চেষ্টা থাকে ট্রেন ধরার।

আমার গল্প শুনে স্যার অনেক আগ্রহ প্রকাশ করেন, কিন্তু আমাদের ঠিক মতন সময় মেলে না। একদিন আমাদের একটা কাজে ঢাকার প্রধান কার্যালয়ে যাবার কথা, একটা কাজে। আমরা গেলাম কিন্তু মিটিংটা হলো না। বিকেল ৫টা বেজে গেল, আমি অনুরোধ করলাম স্যার চলেন রমনা পার্কে যাই, একটা রেস্তোরাঁ আছে। বসে কিছু খাই আর গল্পটা শেষ করি। আমরা মতিঝিল থেকে চলে এলাম রমনাতে।

এ পার্কে ঢুকলে এতো ভালো লাগে, এত সুন্দর প্রকৃতি আর কোথায় নেই ঢাকা শহরে। লন্ডনের পার্কের কথা মনে পড়ে। কত বছর আগে দেশে ফিরেছি কিন্তু আমার চোখের সামনে দিনগুলো ভাসে। পার্কে বসে আমার একা একা অনেক সময় কেটেছে। বন্ধুদের সাথে, আমার সহধর্মিণীর সাথেও কেটেছে দারুণ সব সময়। আমার পরিবারের অনেকেই গিয়েছেন লন্ডনে বেড়াতে আমি নিয়ে গিয়েছিলাম তাদেরকে কিছু পার্কে। আমরা হেঁটে চলে এলাম রেস্তোরাঁয়।

দরজা খুলে, চাইনিজে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে গেলাম, সুন্দর বিকেল খুব একটা রোদ নেই। সামনে রমনা লেক পানি আর এর চারিপাশে সবুজ আর সবুজ। প্রাণভরে নিশ্বাঃস নিলাম। স্যার মানুষ হিসেবে বেশ ভালো। আমরা কিছু খাবারের অর্ডার দিলাম। বুঝতেই পারছি এরা অনেক সময় নেবে, আমরা আলাপ শুরু করলাম। অনেকদিন পরে এ পরিবেশে ভালো লাগছে। উপরে নীল আকাশ যদিও বিদেশের আকাশ অনেক পরিষ্কার। আমাদের বাতাসে ধূলিকণা থাকার কারণে উজ্জ্বল রোদ ফিকে হয়ে যায়। পাখি ডাকছে মাঝে মাঝে। লেকের পানিতে কিছু নৌকায় করে কয়েকটি পরিবার এবং কিছু জুটি সময় কাটাচ্ছে। 

আচ্ছা শুনেছি চেন্নাইতে রান্না করা যায় এমন ফ্ল্যাট বা বাসা পাওয়া যায়। স্যার প্রশ্ন করলেন।
জ্বী স্যার পাওয়া যায়। 
তেমন পেলেন না? বা খোঁজ করলেন না?
আসলে আমাদের ডাক্তার বলেছেন তিন থেকে চার দিন লাগবে তাই আমরা আর সে দিকে নজর দেইনি। রান্না করা বাজার করা অনেক ঝামেলার কাজ, এটা তারা করে যারা দুই তিন মাস ধরে থাকে। তবুও আমরা খুঁজতে গেলাম কিন্তু পছন্দ হলো না।
ও আচ্ছা।

ঠিক একইভাবে ব্যাংগালোরে যাই আমার শ্বশুরকে নিয়ে সেইখানেও আমরা হোটেলে ছিলাম, বাসা বাড়ি অনেক দেখেছি কিন্তু পরিবেশ আমাদের একদম পছন্দ হয়নি। আমি আর আমার শ্যালক অনেক ঘুরেছি কিন্তু পাইনি। সে কাহিনী সময় পেলে বলবো।

আমরা অনেক খুঁজে একটা সুন্দর কিন্তু সস্তার ভিতরে হোটেল পেলাম। আগেরটাতে যা যা ছিলো এটাতেও তাই আছে। এবং এখান থেকে হাসপাতালের দূরত্ব একই। 
আগেই তাহলে এইখানে উঠেন নি কেন? 
আমরা ঢাকা থেকে বুকিং দিয়ে এসেছিলাম, আর অনেকেই বলেছে দেখে শুনে নেয়া ভালো, এটা থ্রি স্টার তাই চোখ বন্ধ করে বুকিং দেই। 
ও আচ্ছা।

আমরা হোটেলের বিল মিটিয়ে দিয়ে নতুন হোটেলে গেলাম, রাস্তার এ পারে একই ভবনে আরও হোটেল আছে কিন্তু এটাই ভালো লাগলো। রাস্তায় কিছু ফ্রেশ পেঁপে পেলাম কিনে নিলাম। সাথে আমরা কিছু খাবার নিয়ে এসেছিলাম, কিন্তু গিয়ে দেখেছি খাবার এর দাম অনেক কম। যা খাই ভালো লাগে। জুস খাই, কি ফ্রেশ বলার মতো না। ডাব খাই, ডাবে অনেক পানি। 
বলেন কি?

সবাই ঠান্ডা স্বভাবের আর ব্যবহার অনেক ভালো। আব্বাকে রুমে রেস্ট করতে বলে আমি বাইরে এলাম। আসলে আমার অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না। তাই ভাবলাম একজন ডাক্তারকে দেখানো দরকার। 
আমি হেঁটেই চলে গেলাম, কাছেই যেহেতু ট্যাক্সি নিয়ে ৫০ রুপি নেবে, কী দরকার হেঁটে গেলে ৩ থেকে ৪ মিনিটে যাওয়া যায়। এখন যেহেতু মোবাইল এ সিম নেয়া আছে ডেটা কেনা আছে তাই ঢাকার সাথে যোগাযোগ করতে বেগ পেতে হচ্ছে না। (চলবে,,,) 

লেখক: কথাসাহিত্যিক ও ব্যাংকার

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি