Sobar Desh | সবার দেশ জয়নুল আবেদীন


প্রকাশিত: ০২:৩১, ৮ জুন ২০২৫

প্রবন্ধ

মসজিদে ক্বিবলাতাইন

মসজিদে ক্বিবলাতাইন
ছবি: সবার দেশ

উহুদ প্রান্তরে লোহার গ্রিলে হাত রেখে সামনের শূন্য ময়দানের দিকে তাকিয়ে যখন ইতিহাস রোমন্থন করছিলাম তখন গাইড সামসু ভাই বললেন-
-এক স্থানে দাঁড়িয়ে সময় পার করে দিলে চলবে না। আরো অনেক মুসলিম স্থাপনা সামনে রয়েছে। সেসব দেখার জন্য এখনই বের হতে হবে। বলেই আবেগাপলুত অবস্থায় আমাকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে আসে।

মদিনার উত্তর-পশ্চিম দিকে মসজিদে নববী থেকে কম-বেশি সোয়া তিন কিলোমিটার দূরে অবস্থিত মসজিদে ক্বিবলাতাইন। খালিদ-বিন-ওয়ালিদ ও আবু বকর সিদ্দিক নামীয় উভয় সড়ক দিয়েই এ মসজিদে যাওয়া যায়।
খালিদ-বিন-ওয়ালিদ সড়কের লাগ দক্ষিণ পাশে রাস্তা থেকে খানিকটা দূরে উঁচু টিলার উপর স্থাপিত মসজিদটির চারপাশে খেজুর গাছ ছাড়াও নানা প্রকারের গাছপালা রয়েছে। এ মসজিদের পূর্ব দিকের আমির আবদুল্লাহ সড়কের পরেই দ্বিতীয় রিংরোড এলাকা। আমরা ক্বিবলাতাইন মসজিদে দু'রাকাত নামায আদায় করি। নামায আদায়ের পর গাইড সামসু ভাই মেহরাবের পেছন দিকের দেয়ালের উল্টো দিকে আঙ্গুল উঠিয়ে-
- দেখেন, ওখানেও একটা মেহরাব রয়েছে।
- এর কারণ কি?
- কারণ হলো, ইবনে সা'দ উল্লেখ করেন, নবী করীম (স.) বনী সালমার এলাকায় বিশর বিন বারা বিন ‘মারুর’ এর মায়ের জিয়ারতে যান। তিনি রাসূলের জন্য খাবার প্রস্তুত করেন। সেখানে জোহরের নামাযের সময় হলে সাহাবায়ে কেরামগণকে নিয়ে বায়তুল মোকাদ্দাসের দিকে মুখ করে জামায়াতে দাঁড়িয়ে নামায আদায় করতে শুরু করেন। নামায চলাকালীন সময় আল্লাহর ওহী নাজিল হয়। ওহীর মাধ্যমে আল্লাহ-তায়ালা বলেন-
–‘আমি দেখি যে, তুমি সমস্ত মেঘ, গ্রহ-নক্ষত্র, চন্দ্র-সূর্য, নীহারিকা, সৃষ্ট সুদীর্ঘ জ্যোতির্ময় বেষ্টনী বা ছায়াপথ, গ্যালাক্সি ও অন্যান্য নিদর্শনসমূহ ধারণকৃত মহাকাশের দিকে দৃষ্টিপাত করিতেছ। সুতরাং আমি এখন এমন দিক-নির্দেশনা স্থির করে দিতেছি যাহা তুমি পছন্দ করিবে; সুতরাং পবিত্র মসজিদ (মসজিদে হারাম)-এর দিকে তোমার মুখ ফিরাও।

তোমরা সকলে যেখানেই থাক (নামাযের সময়) উহার দিকে মুখ ফিরাইও (সূরায়ে আল-বাকারা। আয়াত ১৪৪)।

আল্লাহর নিকট থেকে ওহী প্রেরণের পর রাসূল (স.) নামায আদায়রত অবস্থায় কেবলা পরিবর্তন করে নিলেন। তাঁর ইঙ্গিত পেয়ে সাহাবায়ে কেরামগণও কেবলা পরিবর্তন করে নেন। সেদিন থেকেই সেখানে বরকতের স্মৃতি চিহ্ন হিসেবে একটি মসজিদ তৈরি করা হয়। এ মসজিদে প্রথম দিকে দুটি মেহরাব বিদ্যমান ছিল- যার একটি কা'বা মুখী আর অপরটা বাইতুল মোকাদ্দাস (জেরুজালেম অবস্থিত আল আসকা মসজিদ) মুখী।
পরে বায়তুল মোকাদ্দাসের দিকের মেহরাবটিকে দেয়ালে পরিণত করে তাতে এ ব্যাখ্যা লিপিবদ্ধ করা হয়েছে। বাদশা ফাহাদ বিন আবদুল আজিজের আমলে মসজিদের প্রসার ও পুনঃনির্মাণ করা হয়। এতে রয়েছে দুটি মিনার ও দুটি গম্বুজ। এর মোট আয়তন ৩৯২০ বর্গ মিটার।

লেখক: আইনজীবী ও কথাসাহিত্যিক
 

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি