স্বাধীনতার মুখে মানসিক দাসত্ব: এক আত্মবিশ্লেষণ
স্বাধীনতা শব্দটি আমাদের কাছে যতটা আবেগের, বাস্তবে তা ততটাই জটিল ও বহুস্তরবিশিষ্ট। একটি জাতি কিংবা ব্যক্তি শারীরিকভাবে স্বাধীন হতে পারে, কিন্তু প্রকৃত স্বাধীনতা তখনই আসে, যখন সে মানসিক দাসত্ব থেকে মুক্তি পায়। দুঃখজনক হলেও সত্য, অনেক সময় দেখা যায় দাসত্বের শৃঙ্খল কেটে যাওয়ার পরও মানুষ স্বাধীনভাবে বাঁচার, ভাবার এবং উচ্চারণ করার সাহস হারিয়ে ফেলে। এ অবস্থাকে বলা যায় ‘স্বাধীনতার মুখে মানসিক দাসত্ব’।