Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২২, ২৫ মার্চ ২০২৫

অফিসার্স অ্যাড্রেস

দেশে জরুরি অবস্থা জারি হয়নি: সেনাপ্রধান

দেশে জরুরি অবস্থা জারি হয়নি: সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্পষ্টভাবে বলেছেন, দেশে কোনও জরুরি অবস্থা জারি করা হয়নি। তিনি জানান, সেনাবাহিনী একটি পেশাদার বাহিনী, যার কার্যক্রম সম্পর্কে সরকার ও জনগণ অবগত। তিনি বিভিন্ন গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।

সোমবার (২৪ মার্চ) ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে (অফিসার্স অ্যাড্রেস) তিনি এসব কথা বলেন। ঢাকার বাইরের কর্মকর্তারাও অনলাইনে বৈঠকে যুক্ত ছিলেন।

সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপপ্রচার, গুজব ও উসকানিমূলক বক্তব্যের বিষয়ে সেনাপ্রধান বক্তব্য রাখেন। তিনি বলেন- নানা ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। আমাদের ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে। যেকোনও উসকানিমূলক বক্তব্যে প্রতিক্রিয়া দেখানো যাবে না। উসকানিদাতাদের উদ্দেশ্য যেন সফল না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।

সেনাপ্রধান জানান, সামনে ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন- যদি কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তবে তা কঠোরভাবে দমন করতে হবে। সেনাবাহিনীর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হলো দেশ ও জনগণের নিরাপত্তা।

গত সপ্তাহে বাংলাদেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ প্রসঙ্গে সেনাপ্রধান বলেন-  জাতিসংঘ মহাসচিব শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন। ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলানোর জন্য সেনাবাহিনীর ভূমিকাও প্রশংসিত হয়েছে। কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার ইফতার আয়োজনে সহযোগিতার জন্য রামু সেনানিবাসকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের সিনেটরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে সেনাপ্রধান জানান, সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটারসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ বিষয়ে তিনি বলেন- সিনেটর সেনাবাহিনীর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন।

সেনাপ্রধান জানান, সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পাশে রয়েছে। সম্প্রতি ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে তাদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেনাপ্রধানের বক্তব্য স্পষ্ট করেছে যে, দেশে জরুরি অবস্থা জারি হয়নি এবং সেনাবাহিনী আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকারের সঙ্গে একতাবদ্ধ হয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সবার দেশ/এমকেজ ‍ৃ

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন