Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৬, ১৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচন ইনশাআল্লাহ হবেই, কোনও শঙ্কা নেই: সিইসি

নির্বাচন ইনশাআল্লাহ হবেই, কোনও শঙ্কা নেই: সিইসি
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ। এ ক্ষেত্রে তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত ‘ইউথ ভোটার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। তিনি তরুণদের উদ্দেশে বলেন, তারা শুধু নিজেরাই ভোট দেবেন না, অন্যদের ভোটদানে উৎসাহিত করবেন—এটাই নির্বাচনকে সফল করার বড় শক্তি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, তরুণরা সাহস, শক্তি ও সৃষ্টিশীলতার প্রতীক। তরুণদের উদ্ভাবনী চিন্তা, নতুন আইডিয়া ও এনার্জি ছাড়া দেশ গড়া সম্ভব নয়। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তাকে আশাবাদী করে তোলে বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে সিইসি বলেন, এ প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে, যা গত ৫৪ বছরে কখনও হয়নি। একইভাবে ভোটদান প্রক্রিয়ায় যুক্ত থাকা প্রায় ১০ লাখ কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্যও পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে, যারা আগে কখনো ভোট দেয়ার সুযোগ পেতেন না।

তিনি আরও জানান, কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি যারা নিজ নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, তাদের জন্যও ভোট দেয়ার ব্যবস্থা করা হয়েছে। একই দিনে সারাদেশে গণভোট আয়োজনের প্রস্তুতিও নেয়া হয়েছে। এসব কারণেই এবারের নির্বাচন নানা দিক থেকে ঐতিহাসিক।

সিইসি বলেন, নির্বাচন কমিশন সাহসী সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছে। এ উদ্যোগে যদি তরুণদের অংশগ্রহণ থাকে, তাহলে ইনশাআল্লাহ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়া সম্ভব হবে। তবে এটি নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়; সবাইকে একসঙ্গে নিয়েই এ নির্বাচন আয়োজন করতে হবে।

নির্বাচন নিয়ে শঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি স্পষ্ট করে বলেন, কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। যেকোনও চ্যালেঞ্জ আসুক না কেনো, সবাইকে সঙ্গে নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। দুশ্চিন্তা না করে সবাইকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি। মাঝেমধ্যে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও এগুলো নতুন নয় এবং অতীতেও এমন ঘটনা ঘটেছে। হাদির ওপর হামলার ঘটনাকেও তিনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, অতীতে আহসান উল্লাহ মাস্টার বা সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার মতো ঘটনাও ঘটেছে। নির্বাচন সামনে এলেই বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটে থাকে, এটি নতুন কিছু নয়। বরং বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত বলে মন্তব্য করেন সিইসি।

৫ আগস্টের পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করে তিনি বলেন, তখন চার-পাঁচ দিন থানাগুলো কার্যত অচল ছিলো, মানুষ রাতে ঘুমাতে পারতো না। এখন পরিস্থিতি অনেক ভালো, মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে এবং শান্তিতে ঘুমাতে পারছে।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি প্রসঙ্গে সিইসি বলেন, নির্বাচন পর্যন্ত শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। তারা এ বিষয়ে নির্বাচন কমিশনকে ইতোমধ্যে আশ্বস্ত করেছে।

সবশেষে তিনি বলেন, নির্ধারিত সময়েই একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতিকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা বাস্তবায়নে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। সবার সহযোগিতায় দেশবাসীকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনের নতুন ‘টাইপ ৯৯বি’ ট্যাঙ্ক ভারত সীমান্তে!
শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক
আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ;র জয়
তাসনিয়া ফারিণের ‘শীত বিলাস’ দাবি! নেটদুনিয়ায় ঝড়
আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন