Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৫, ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০২:১৮, ৩১ ডিসেম্বর ২০২৪

আজ শহীদ মিনারে জড়ো হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আজ শহীদ মিনারে জড়ো হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পূর্বঘোষিত ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে, সেসময় সেখানে 'জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র' ঘোষণা করা হবে না। বরং, তারা 'জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র' তৈরির যে উদ্যোগ অন্তবর্তী সরকার নিয়েছে, তার পক্ষে অবস্থান গ্রহণ করে ঘোষণাপত্রটির বিষয়বস্তু সম্পর্কে জানাবে।

এটি সোমবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ঘোষণা করেন। তিনি জানান, এ উদ্যোগের মাধ্যমে তারা জাতীয় ঐকমত্য এবং গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে সরকারের ঘোষণাপত্রের প্রেক্ষাপট সম্পর্কে অবস্থান পরিষ্কার করবেন।

এর আগে, প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় যে, অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের বিষয়ে একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নিয়েছে, যাতে জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সুসংহত হবে। এ ঘোষণাপত্রটি তৈরির জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শিক্ষার্থী, রাজনৈতিক দল এবং পক্ষের মতামতের ভিত্তিতে কাজ করা হবে।

সবার দেশ/এওয়াই