গর্ভবতী নারী পুলিশের মৃত্যু নিয়ে ফেসবুকে মিথ্যা প্রচারণা
সোশ্যাল মিডিয়া ফেসবুকে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে, ছবিটি গত আগস্টে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার এক গর্ভবতী নারী পুলিশ কনস্টেবলের, যিনি জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের হাতে নিহত হয়েছেন। কিছু পোস্টে থানার নাম উল্লেখ না করে শুধু গর্ভবতী নারী পুলিশের মৃত্যুর দাবিও করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের তদন্তে এ দাবিগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।