চাকরি ফিরে পাচ্ছেন ডা. জুবাইদা রহমান
১৭ বছর পর দেশে ফিরে প্রশাসনিক প্রক্রিয়ায় ফিরছেন বিএনপি নেতা তারেক রহমানের স্ত্রী।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে সরকারি চাকরিতে পুনর্বহাল হতে যাচ্ছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দু-এক দিনের মধ্যেই চাকরিতে পুনর্বহালের সরকারি আদেশ জারি করা হবে।
চাকরি থেকে অবসানের পেছনের গল্প
ডা. জোবাইদা রহমান ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৮ সালে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য তিনি শিক্ষা ছুটিতে যুক্তরাজ্যে যান।
তবে শিক্ষা ছুটির সময় শেষ হওয়ার পরও তিনি কর্মস্থলে যোগ না দেয়ায়, সরকারি বিধি অনুযায়ী ২০১৩ সালে তার চাকরি বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়। ছুটি বাড়ানোর আবেদন নাকচ হওয়ার পরও তিনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করেন। একটানা পাঁচ বছরের বেশি সময় অনুপস্থিত থাকায়, বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান ঘটে।
ছুটি নিয়ে প্রশাসনিক অসঙ্গতি
তথ্য অনুযায়ী, তার ছুটি মঞ্জুর সংক্রান্ত আবেদন দু’বার নাকচ করেছিলো তৎকালীন স্বাস্থ্য সচিব। কিন্তু ছুটি বাতিলের আদেশে দেরি হয় এবং বিদেশে থাকা ডা. জোবাইদা রহমান সে আদেশ পেয়েছেন—এমন কোনো প্রমাণও প্রশাসনের হাতে ছিলো না। ছুটির আবেদনে বিদেশের ঠিকানা বা বিস্তারিত ব্যাখ্যাও ছিল না, যা নিয়মবিরুদ্ধ।
রাজনৈতিক প্রেক্ষাপট ও না ফেরার কারণ
২০০৭ সালে ঘোষিত ওয়ান-ইলেভেনের সময় তারেক রহমান গ্রেফতার হন এবং পরে চিকিৎসার জন্য বিদেশে যান। ডা. জোবাইদা রহমান তার সঙ্গেই যুক্তরাজ্যে যান। এরপর আর দেশে ফেরা হয়নি। এই দীর্ঘ অনুপস্থিতির সময় তাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ ওঠে। ২০০৮ সালে দুদক তার, তারেক রহমান ও তার মায়ের নামে আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করে। মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা দেয়া হয়।
তবে ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর আদালত সে রায় স্থগিত করে। এরই ধারাবাহিকতায় এবার সরকারি চাকরিতেও ফিরছেন তিনি।
দেশে ফেরা ও নিরাপত্তা
গত মঙ্গলবার সকালে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন। বর্তমানে তিনি ধানমন্ডির মাহবুব ভবনে, তার বাবার বাসায় অবস্থান করছেন। তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকার প্রযোজনীয় ব্যবস্থা নিয়েছে।
চাকরিতে ফেরা কীভাবে সম্ভব হলো?
বাংলাদেশ সার্ভিস রুলস-এর ৩৪ নম্বর বিধি অনুযায়ী, পাঁচ বছরের বেশি ছুটি বা অনুপস্থিতির পর চাকরি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়, যদি না সরকার ‘বিশেষ পরিস্থিতি’ বিবেচনায় ভিন্ন সিদ্ধান্ত নেয়। বর্তমান প্রশাসন সে বিশেষ বিবেচনায় তার চাকরি পুনর্বহালের উদ্যোগ নিয়েছে।
পুনর্বহাল আদেশ আসছে শিগগিরই
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সব প্রক্রিয়া শেষ পর্যায়ে। অনুমোদনের পর দ্রুত আদেশ জারি হবে। এতে করে সরকারি চাকরিতে ফিরবেন বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে সম্ভাব্য গুরুত্বপূর্ণ মুখ ডা. জুবাইদা রহমান।
সবার দেশ/কেএম