ভালোবাসার জনস্রোতে সিক্ত দেশনেত্রী
চার মাস পর লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবরুদ্ধ রাজনীতির দীর্ঘ শ্বাসরুদ্ধ সময়ে যেন এক আশাবাদের বাতাস বইয়ে, হাসিমুখে পা রাখলেন তিনি বাংলাদেশের মাটিতে। হাসলো দেশের মাটি, স্বস্তির নিশ্বাস ফেললো জনতা।