সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি
আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ‘গণমানুষের জয়’: সালাহউদ্দিন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সাম্প্রতিক সংশোধন এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে ‘গণমানুষের বিজয়’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রোববার (১১ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয়, একটি মাফিয়া সিন্ডিকেটে পরিণত হয়েছে।
সালাহ্উদ্দিন আহমেদ আরও বলেন, দলটির ডিএনএতে গণতন্ত্র নেই। তারা দেশে-বিদেশে কোথাও স্বীকৃতি পাচ্ছে না। তাই দল হিসেবে তাদের বিচার হওয়া সময়ের দাবি ছিলো।
আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে সালাহউদ্দিন বলেন, আইনের এ সংশোধন জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। আমরা বিএনপির পক্ষ থেকে এ সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
তিনি সতর্ক করে বলেন, বর্তমান সরকার যদি খুব শিগগিরই একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে, তাহলে ভবিষ্যতে তাদের চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে। জনগণ বারবার ধোঁকা খাবে না।
বক্তব্যের শেষে তিনি পুনর্ব্যক্ত করেন, আওয়ামী লীগ আজ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তা তাদেরই অপশাসনের ফল। এ সিদ্ধান্ত দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সাম্প্রতিক সংশোধনের ফলে রাজনৈতিক দল হিসেবে কোনো সংগঠনের বিরুদ্ধেও বিচার সম্ভব—এমন বিধান যুক্ত হয়েছে, যা থেকেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞার পথ তৈরি হয় বলে ধারণা বিশ্লেষকদের।
সবার দেশ/কেএম