পররাষ্ট্রসচিব জসীম ছুটিতে, দায়িত্ব নিচ্ছেন নজরুল

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন। ইতোমধ্যে এ সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি ছুটিতে গেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম দায়িত্ব নেবেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে।
মঙ্গলবার (২০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘ ছুটি, নতুন পদে যোগদানের সম্ভাবনা
সূত্র জানায়, জসীম উদ্দিন কয়েক মাস ছুটিতে থাকবেন এবং ছুটির পরপরই তাকে বর্তমান পদ থেকে অব্যাহতি দেয়া হবে। এরপর তিনি উত্তর আমেরিকার কোনও একটি দেশে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশের দায়িত্ব নিতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
এটাই প্রথম নয়, এ সরকারে পররাষ্ট্রসচিব পদে এটি দ্বিতীয় পরিবর্তন।
দ্রুত সময়ে দুটি বড় পরিবর্তন
উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন জসীম উদ্দিন। তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) এর ১৩তম ব্যাচের কর্মকর্তা। তার নিয়মিত অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিলো ২০২৬ সালের ডিসেম্বর মাসে।
সবার দেশ/কেএম