Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ২৩ মে ২০২৫

প্রেস সচিবের ভাষ্যে উঠে এলো এক অনাড়ম্বর শ্রদ্ধাঞ্জলির গল্প

মাত্র ৫ হাজার টাকার কুর্তা পরে পোপের শেষকৃত্যে ড. ইউনূস

মাত্র ৫ হাজার টাকার কুর্তা পরে পোপের শেষকৃত্যে ড. ইউনূস
ছবি: সংগৃহীত

মাত্র ৫ হাজার টাকার একটি সাধারণ কুর্তা গায়ে দিয়েই খ্রিস্টান ধর্মজগতের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার এ অনাড়ম্বর উপস্থিতি আলোচনায় এসেছে সোশ্যাল মিডিয়ায়সহ আন্তর্জাতিক মহলেও।

ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে এ ঘটনা তুলে ধরেন।

তিনি জানান, কাতারে ‘আর্থনা সামিটে’ অংশগ্রহণের সময় পোপ ফ্রান্সিসের মৃত্যুসংবাদ পান ড. ইউনূস। এরপর জানা যায়, কাতারেই আয়োজিত হবে পোপের শেষকৃত্যের বিশেষ প্রার্থনা অনুষ্ঠান। দীর্ঘদিনের পরিচিত ও সামাজিক ন্যায়বিচারের জন্য যুগপৎ লড়াকু—এমন এক বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে সিদ্ধান্ত নেন তিনি।

কিন্তু বিপত্তি বাধে পোশাক নিয়ে

প্রথানুযায়ী শেষকৃত্যে কালো পোশাক পরিধান করা প্রয়োজন হলেও, ড. ইউনূস বহু বছর ধরেই স্যুট পরা পরিহার করে কেবল ‘গ্রামীণ চেকের’ কুর্তা পরেই অভ্যস্ত। তার সফরসঙ্গীরা একটি কালো কোট খুঁজে পেলেও, কুর্তার দেখা মেলে না।

তখন শুরু হয় দোহায় কালো কুর্তার খোঁজ। নামীদামি মার্কেট ঘুরেও যখন কোনো সমাধান মেলে না, তখন সহকারীরা ছোটেন স্থানীয় মার্কেটগুলোর দিকে, যেখানে দর্জির দোকান রয়েছে। বহু খোঁজাখুঁজির পর এক উপমহাদেশীয় বংশোদ্ভূত দর্জি রাজি হন অল্প সময়ের মধ্যেই কালো কুর্তা তৈরি করতে।

ড. ইউনূসের নাম শুনে দর্জি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আন্তরিকতার সঙ্গে কাজটি সম্পন্ন করেন। কুর্তা তৈরিতে খরচ হয় মাত্র ৫ হাজার টাকা।

ড. ইউনূসের এ অনাড়ম্বরতা এবং মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল অভিব্যক্তি সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছে।

বিশ্বসভায় বারবার প্রমাণিত এ অর্থনীতিবিদের জীবনের সরলতা, এবং আড়ম্বরের পরিবর্তে মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার এ ঘটনাকে অনেকে অভিহিত করছেন ‘প্রকৃত সম্মান প্রদর্শনের প্রতীক’ হিসেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন: বিবিসিকে নাহিদ
পাকিস্তানে বিশাল বাঁধ নির্মাণ করছে চীন
পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে বিশ্বকাপ খেলবে না ভারত
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
বিএনপি সরকার হটিয়ে ক্ষমতায় যেতে চায়: এনসিপির অভিযোগ
জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে চাই আত্মত্যাগের মানসিকতা: আজহারি
সর্বদলীয় বৈঠক ডাকুন: প্রধান উপদেষ্টাকে জামায়াত আমির
সেনানিবাসে আশ্রয় দেয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ
আরেকটা এক-এগারো চাই না, আর চুপ থাকবো না: এনসিপি নেতা রিফাত রশিদের হুঁশিয়ারি
দেশের স্বার্থে বিভাজন মিটিয়ে ফেলতে হবে: হাসনাত আব্দুল্লাহ
মেঘনায় বিএনপির ঘরে আওয়ামী দোসরদের আশ্রয়!
দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম
৮ দিনের ভোগান্তির আন্দোলন স্থগিত করলেন ইশরাক