Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৮, ২৩ মে ২০২৫

আপডেট: ০২:৪৯, ২৩ মে ২০২৫

পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে বিশ্বকাপ খেলবে না ভারত

পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে বিশ্বকাপ খেলবে না ভারত
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলবে না ভারত—এমন সম্ভাবনাই তৈরি হয়েছে।

ভারত ও শ্রীলংকার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) চায় না পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে খেলুক ভারত। আইসিসির বার্ষিক সম্মেলনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

আগামী ১৭ থেকে ২০ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে আইসিসির বার্ষিক সম্মেলন। সেখানে বিষয়টি আলোচনার টেবিলে উঠবে।

দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক টানাপোড়েন চলছে। ২০২৩ সালে এশিয়া কাপে ভারত পাকিস্তান সফর করেনি, ফলে পিসিবিকে টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিলো।

এছাড়া, চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেও একই সমস্যার মুখে পড়ে পাকিস্তান। ফলে ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হয় নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।

বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে।

পিটিআইয়ের বরাতে জানা গেছে, বিসিসিআই চাইছে—গ্রুপ পর্বে যেন ভারত ও পাকিস্তান একই গ্রুপে না পড়ে। এমনকি ফাইনাল বা নক-আউট ম্যাচেও এদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম।

আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ (বিসিসিআই-এর সাবেক সচিব) প্রথমবারের মতো বার্ষিক সম্মেলনে নেতৃত্ব দেবেন। তার সময়েই এ গুরুত্বপূর্ণ রাজনৈতিক-ক্রিকেটীয় সিদ্ধান্ত নেয়া হতে পারে।

বিশ্বকাপের আগে ২০২৫ সালে নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। সেখানেও ভারত-পাকিস্তান ম্যাচ হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

সবমিলিয়ে, আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনার ছায়া পড়েছে ক্রিকেটেও, আর ২০২৬ বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন: বিবিসিকে নাহিদ
পাকিস্তানে বিশাল বাঁধ নির্মাণ করছে চীন
পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে বিশ্বকাপ খেলবে না ভারত
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
বিএনপি সরকার হটিয়ে ক্ষমতায় যেতে চায়: এনসিপির অভিযোগ
জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে চাই আত্মত্যাগের মানসিকতা: আজহারি
সর্বদলীয় বৈঠক ডাকুন: প্রধান উপদেষ্টাকে জামায়াত আমির
সেনানিবাসে আশ্রয় দেয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ
আরেকটা এক-এগারো চাই না, আর চুপ থাকবো না: এনসিপি নেতা রিফাত রশিদের হুঁশিয়ারি
দেশের স্বার্থে বিভাজন মিটিয়ে ফেলতে হবে: হাসনাত আব্দুল্লাহ
মেঘনায় বিএনপির ঘরে আওয়ামী দোসরদের আশ্রয়!
দুঃখ প্রকাশ করলেন মাহফুজ আলম
৮ দিনের ভোগান্তির আন্দোলন স্থগিত করলেন ইশরাক