বিদায় নিচ্ছেন জসীম উদ্দিন
নতুন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পদে আসছে পরিবর্তন। বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন দু-এক দিনের মধ্যেই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম-কে পরবর্তী পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা বুধবার (২১ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরছেন আসাদ আলম
জানা গেছে, আসাদ আলম সিয়ামকে আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় ফেরানো হবে, এবং এরপরই তিনি মন্ত্রণালয়ে কাজে যোগ দেবেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আসাদ আলম সিয়াম গণমাধ্যমকে বলেন, জুনের মাঝামাঝি ঢাকায় ফেরার প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন হাতে পাইনি।
পররাষ্ট্রসচিব পদে সরাসরি যোগ নয়, আগে পদোন্নতি লাগবে
বর্তমানে অতিরিক্ত সচিব পদমর্যাদায় থাকা আসাদ আলম সরাসরি পররাষ্ট্রসচিব হিসেবে যোগ দিতে পারবেন না। সচিব পদে সরকারি পদোন্নতির আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর ফাঁকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করবেন বর্তমানে সচিব (পশ্চিম) পদে কর্মরত রুহুল আলম সিদ্দিকী, যিনি আগামী ২০ জুন অবসর-প্রস্তুতিকালীন ছুটিতে (PRL) যাচ্ছেন।
নজরুল ইসলামের বিকল্প ভাবনায় রদবদল
প্রাথমিকভাবে সচিব (পূর্ব) মো. নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব করার সিদ্ধান্ত থাকলেও, তিনি বৃহস্পতিবার ছুটিতে যাওয়ার আবেদন করায় এ দায়িত্ব থেকে সরে যাচ্ছেন।
জসীম উদ্দিন যাচ্ছেন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে?
বর্তমান পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন ছুটিতে যাচ্ছেন—এ খবর ছড়িয়ে পড়লেও, তিনি কি চাকরি ছাড়ছেন, নাকি অন্য দায়িত্বে যাচ্ছেন—তা স্পষ্ট নয়।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, অপসারণের প্রশ্নই আসে না। পররাষ্ট্রসচিব নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চান এবং আমরা তাকে সে সুযোগ দিচ্ছি।
তবে গুঞ্জন রয়েছে—জসীম উদ্দিনকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত করা হতে পারে।
বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা আসাদ আলম: কূটনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ
আসাদ আলম সিয়াম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি, ফিলিপাইনে রাষ্ট্রদূত, এবং রাষ্ট্রাচার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি তৎকালীন পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেনের দফতরে পরিচালক হিসেবেও কাজ করেন।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে ধোঁয়াশা: সুফিউর রহমান
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘিরে আরও একটি আলোচিত প্রসঙ্গ হলো—সাবেক রাষ্ট্রদূত মো. সুফিউর রহমানকে গত ২০ এপ্রিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হলেও তিনি এখনও দায়িত্বে যোগ দেননি।
এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার যখন সিদ্ধান্ত নেবে, তখন তিনি যোগ দেবেন, কিংবা নাও দিতে পারেন। দায়িত্বে পরিবর্তনের চিন্তাভাবনাও চলছে।
কূটনীতিতে পরিবর্তনের হাওয়া
বর্তমান প্রশাসনে কূটনীতিক পদে একাধিক পরিবর্তন ও পুনর্বিন্যাস চলছে—যার অংশ হিসেবে অভিজ্ঞ কর্মকর্তাদের নতুন ভূমিকায় আনা হচ্ছে। একদিকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ, অন্যদিকে বৈশ্বিক কূটনৈতিক চাপ—এই প্রেক্ষাপটে পররাষ্ট্রনীতিতে শৃঙ্খলা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য নতুন নেতৃত্ব কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।
সবার দেশ/কেএম