প্রতিপক্ষ আরব আমিরাত
ইমনের ঝড়ো সেঞ্চুরিতে বাংলাদেশের দাপুটে জয়

পারভেজ হোসেন ইমনের বিধ্বংসী সেঞ্চুরির পর পেসারদের দুর্দান্ত বোলিং—এ দুইয়ে ভর করেই সংযুক্ত আরব আমিরাতকে ২৭ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৯১ রান তোলে টাইগাররা। জবাবে লড়াই করেও আরব আমিরাত থেমে যায় ১৬৪ রানে। ফলে ম্যাচ শেষ হয় ২৭ রানের ব্যবধানে বাংলাদেশের জয় দিয়ে।
এ ম্যাচ দিয়েই নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের পূর্ণ মেয়াদে নেতৃত্বের যাত্রা শুরু—আর শুরুটা হলো দারুণভাবে।
ইমনের দানবীয় ইনিংস
টপ অর্ডারে ব্যাট হাতে নামা পারভেজ হোসেন ইমন খেলেন ক্যারিয়ারসেরা ইনিংস। বিধ্বংসী ব্যাটিংয়ে তুলে নেন টি-টোয়েন্টি শতক। ম্যাচে গতি এনে দেন একাই। তার ইনিংসটি গড়ে দেয় ম্যাচের ভিত্তি। ঝড়ো ব্যাটিংয়ে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন মাত্র ২৮ বলে। এর পরের পঞ্চাশ রান করেছেন ২৫ বলে। সবমিলিয়ে ৫৩ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এ ওপেনার।
আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তোলার দিনে রেকর্ড ৯টি ছক্কা হাঁকান বাংলাদেশের এ ওপেনার, সঙ্গে ছিল পাঁচটি চারের মার। সেঞ্চুরির পরের বলেই আউট হয়ে যান এই ব্যাটার।
রান তাড়ায় আরব আমিরাতের লড়াই
১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভারেই ৩ উইকেটে ১৩১ রান তুলে ফেলে স্বাগতিক আরব আমিরাত। তখন পর্যন্ত বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। হাতে তখনও ৭ উইকেট, জয়ের জন্য দরকার মাত্র ৬১ রান—৪২ বলে।
কিন্তু সেখান থেকেই দৃশ্যপট বদলে দেন মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও হাসান মাহমুদ। একে একে গুটিয়ে দিতে থাকেন আরব আমিরাতের ব্যাটিং লাইনআপ। শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ১০ রানের ব্যবধানে।
উল্লেখযোগ্য পারফরম্যান্স
- মুহাম্মদ ওয়াসিম ওপেনিংয়ে ৫৪ রান করেন ৭টি চার ও ২টি ছক্কায়।
- রাহুল চোপড়া করেন ২২ বলে ৩৫ রান।
- আসিফ খান ২১ বলে ৪২ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন, হাঁকান ৪ ছক্কা ও ৩ চার। তবে তিনিও হাসানের শিকার হয়ে ফেরত যান ১৯তম ওভারে।
আগামী ম্যাচ
দুই ম্যাচের সিরিজে এখন ১-০ তে এগিয়ে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে, একই ভেন্যুতে—শারজাহতে।
সবার দেশ/কেএম