Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৪২, ১২ জুন ২০২৫

আপডেট: ০৯:৩৬, ১২ জুন ২০২৫

সাক্ষাৎ এড়ালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পাচার হওয়া অর্থ উদ্ধারে লন্ডনে ইউনূস

পাচার হওয়া অর্থ উদ্ধারে লন্ডনে ইউনূস
ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারে আন্তর্জাতিক সহায়তা আদায়ের লক্ষ্যে লন্ডনে অবস্থান করলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাতে সম্মত হননি।

অধ্যাপক ইউনূস যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস–কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, পূর্ববর্তী সরকার পরিচালিত সময়ে রাষ্ট্রীয় অর্থ ‘চুরি’র যে ঘটনা ঘটেছে, তা তদন্ত ও উদ্ধার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পাচার হওয়া অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ রয়েছে।

তবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এখনো তার সঙ্গে সাক্ষাৎ করেননি। অধ্যাপক ইউনূস বলেন, তার সঙ্গে আমার সরাসরি কোনও কথা হয়নি। তবে তিনি আশা প্রকাশ করে জানান, যুক্তরাজ্যের পক্ষ থেকে শেষ পর্যন্ত সহযোগিতা পাওয়া যাবে এবং স্টারমার এ প্রচেষ্টাকে সমর্থন করবেন বলেই তিনি বিশ্বাস করেন।

যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, স্টারমারের পক্ষ থেকে এখন পর্যন্ত ইউনূসের সঙ্গে সাক্ষাতের কোনও পরিকল্পনা নেই। তবে এ বিষয়ে তারা আর কোনো মন্তব্য করতে রাজি হননি।

অধ্যাপক ইউনূস জানিয়েছেন, যুক্তরাজ্য ইতিমধ্যে অর্থ উদ্ধারে কিছু সহযোগিতা করছে। তবে তিনি চান, যুক্তরাজ্য আরও সক্রিয় ভূমিকা নিক। তার মতে, যুক্তরাজ্যের উচিত এ বিষয়ে আইনি ও নৈতিকভাবে আরও দায়বদ্ধতা অনুভব করা।

বাংলাদেশে গত বছর আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অধ্যাপক ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। সে সরকার বর্তমানে আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে, যার প্রভাব যুক্তরাজ্যের লেবার পার্টির ওপরও পড়তে শুরু করেছে।

দুর্নীতির অভিযোগের জেরে চলতি বছরের জানুয়ারিতে লেবার পার্টির নেত্রী ও কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ সহযোগী টিউলিপ সিদ্দিক ‘সিটি মিনিস্টার’ পদ থেকে পদত্যাগ করেন। আওয়ামী লীগ–সংশ্লিষ্ট কিছু বিত্তশালী ব্যক্তির কাছ থেকে সম্পদ গ্রহণের অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তবে টিউলিপ সিদ্দিক সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

চলতি সপ্তাহে তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে একটি চিঠি দিয়েছেন, যাতে তিনি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ প্রসঙ্গে ‘ভুল বোঝাবুঝি’ নিরসনের কথা উল্লেখ করেন।

তবে অধ্যাপক ইউনূস জানিয়েছেন, তিনি টিউলিপ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন না। তার ভাষায়, এটা একটি আইনি বিষয়, একটি চলমান আইনি প্রক্রিয়া। এটি এমন কোনো বিষয় নয়, যেখানে আমি ব্যক্তিগতভাবে যুক্ত হতে পারি। 

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন