সরকারের সহায়তা ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান নির্বাচন কমিশনার
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, নির্বাচন কমিশন যতটা স্বাধীনই হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া কোনো নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।
শনিবার (২১ জুন) সকালে রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইন ও বিধি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, নির্বাচনের সময় আসলেই সরকারের সঙ্গে আলোচনা হবে। সরকার ছাড়া নির্বাচন সম্ভব নয়।
তিনি জানান, নির্বাচন কমিশনের কার্যক্রম এগিয়ে নিতে একটি নির্ধারিত কর্মপরিকল্পনা রয়েছে, তবে প্রয়োজন অনুযায়ী সে পরিকল্পনায় পরিবর্তনও আনা হতে পারে।
সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের নিয়মিত যোগাযোগ আছে বলেও জানান তিনি। তার ভাষায়, আমরা সরকারের একেবারে ধারে-কাছে নেই, এমন না। আবার প্রতিনিয়ত যোগাযোগও হচ্ছে—এমনও নয়। তবে সময় হলে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক নানা মাধ্যমে সংযোগ হবে।
নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে—এ নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, উপযুক্ত সময়ে তফসিল ঘোষণা করা হবে। এর জন্য পরিকল্পনা করে সরকারের সঙ্গে দেখা করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। যোগাযোগ নানা মাত্রায় হতে পারে।
সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে তিনি বলেন, ইসি সংস্কার বিষয়ক সুপারিশে আমরা সম্পৃক্ত আছি। এসব দিক বিবেচনায় রেখেই সামনে এগিয়ে যেতে হবে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশের সব পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এ সময় অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও এনআইডি মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবার দেশ/এফএস




























