Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৯, ৯ ডিসেম্বর ২০২৫

৫৪ পতাকা হাতে ৫৪ প্যারাট্রুপার: বিজয় দিবসে বিশ্বরেকর্ডের প্রস্তুত

৫৪ পতাকা হাতে ৫৪ প্যারাট্রুপার: বিজয় দিবসে বিশ্বরেকর্ডের প্রস্তুত
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস ২০২৫ উদ্‌যাপন উপলক্ষে দেশে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এবারের আয়োজনের অন্যতম কেন্দ্রবিন্দু হবে স্বাধীনতার ৫৪ বছর উদ্‌যাপন উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপারের পতাকা হাতে স্কাইডাইভিং, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাবে। বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে এ বিশেষ আয়োজন করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় দেশের বিভিন্ন শহরে আয়োজন এবং বিশেষ কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

বিজয় দিবসের মূল অনুষ্ঠান হবে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে। সকাল ১১টা থেকে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই-পাস্ট মহড়া চালাবে। সকাল ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাইডাইভিং করবেন। অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

দেশের অন্যান্য শহরেও ফ্লাই-পাস্ট মহড়া, বিশেষ ব্যান্ড-শো এবং সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি ও আনসার বাহিনী দ্বারা আয়োজন করা হবে। প্রতিটি আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জেলা-উপজেলায় তিন দিনব্যাপী বিজয়মেলা, শিশুদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। সংস্কৃতি মন্ত্রণালয় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ ডিসেম্বর আ্যাক্রোবেটিক শো এবং যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’ পরিচালনা করবে। ১৬ ডিসেম্বর বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের গান পরিবেশিত হবে। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় নতুন প্রজন্মের শিল্পীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন।

বিজয় দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। এদিন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, দূতাবাস ও মিশনে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জা করা হবে। ৩১ বার তোপধ্বনি এবং জেলা-উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম, খুলনা, মংলা, পায়রা, ঢাকার সদরঘাট, পাগলা ও বরিশালসহ বিআইডাব্লিউটিসির ঘাটে নৌবাহিনী ও কোস্টগার্ড জাহাজসমূহ সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকাসহ সারাদেশের সিনেমা হল ও মিলনায়তনে ছাত্র-ছাত্রীদের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। সরকারি ও বেসরকারি জাদুঘর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। শিশুদের জন্য বিনোদনমূলক স্থানও সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা হবে।

দেশব্যাপী মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানগুলোতেও প্রীতিভোজ আয়োজন করা হবে।

বিজয় দিবস উদ্‌যাপনের জন্য নেওয়া এসব কর্মসূচি দেশের মানুষকে একত্রিত করে স্বাধীনতার মহিমা ও স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে প্রেরণ করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মোদির পোস্টে ‘ভারতের বিজয় দিবস’, নেই বাংলাদেশের নাম
রিসোর্টে নারীসঙ্গ কাটিয়ে ঢাকা এসে হাদিকে গুলি করা হয়
বিজয়ের প্রভাতে স্মৃতিসৌধে মানুষের ঢল
চীনের নতুন ‘টাইপ ৯৯বি’ ট্যাঙ্ক ভারত সীমান্তে!
শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক
আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ;র জয়
তাসনিয়া ফারিণের ‘শীত বিলাস’ দাবি! নেটদুনিয়ায় ঝড়
আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন