দেশনেত্রীকে স্বাগত জানাতে জনতার ঢল

লন্ডনে দীর্ঘ চিকিৎসা শেষে আজ সকালে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বিএনপি নেত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মীরা। বিমানবন্দর এলাকা থেকে গুলশান পর্যন্ত দীর্ঘ পথজুড়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। খালেদা জিয়ার ছবি, ব্যানার, প্লেকার্ড ও জাতীয় পতাকা হাতে নিয়ে সড়কের পাশে অবস্থান করছেন তারা।
দলের পক্ষ থেকে নেতাকর্মীদের সড়ক বন্ধ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত এলাকাভিত্তিক অবস্থানের নির্দেশনা অনুসারে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়েছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লো মেরিডিয়ান পর্যন্ত, ছাত্রদল লো মেরিডিয়ান থেকে খিলক্ষেত, যুবদল খিলক্ষেত থেকে র্যাডিসন, দক্ষিণ বিএনপি র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত অবস্থান নেবে।
এছাড়াও স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল, পেশাজীবী সংগঠন এবং মহিলা দল নিজ নিজ নির্ধারিত সেক্টরে অবস্থান করছে।
দলীয় নেতারা জানিয়েছেন, নেত্রীর দীর্ঘ অসুস্থতার পর দেশে ফেরা কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি করেছে।
সবার দেশ/কেএম