Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৮, ৬ মে ২০২৫

হিথ্রো বিমানবন্দরে মা’কে আবেগঘন বিদায় জানালেন তারেক রহমান

দেশনেত্রী আসছেন 

দেশনেত্রী আসছেন 
ছবি: সংগৃহীত

চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সোমবার (৫ মে) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে) কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেন।

বিমানবন্দরে তাকে বিদায় জানাতে আসেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের গাড়ি চালিয়ে মাকে বিমানবন্দরে নিয়ে যান তিনি। গাড়ি থেকে নামার সময় চোখে জল, মুখে মলিন হাসি—মাকে বিদায় জানানোর মুহূর্তটি ছিলো অত্যন্ত আবেগঘন। সে বিদায়ের ভিডিও পরে তারেক রহমান নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও।

বিদায় জানাতে বিমানবন্দরে আসেন লন্ডনপ্রবাসী বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী। অনেকেই ফুল হাতে প্রিয় নেত্রীর পথ চেয়ে দাঁড়িয়ে ছিলেন।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে খালেদা জিয়ার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

অন্যদিকে, তার আগমন ঘিরে বিমানবন্দর সড়কে যানজটের আশঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সাধারণ মানুষকে এ সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, সকালেই এসএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে যাবে। তাই নেতাকর্মীদের অনুরোধ করছি—ফুটপাতে থাকুন, সড়কে না নামুন। আইনশৃঙ্খলা বাহিনীর দিকেও আমরা একই আহ্বান জানাচ্ছি।

এদিকে বিএনপির পক্ষ থেকে রোববার নেতাকর্মীদের জন্য অভ্যর্থনার রুট এবং অবস্থানের বিষয়ে একটি নির্দেশনাও দেয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৮ জানুয়ারি আওয়ামী লীগ সরকার পতনের পর উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। সেই চিকিৎসা শেষে চার মাস পর আবারও দেশে ফিরছেন তিনি।

তার দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় বইছে।

সবার দেশ/কেএম