দাবি হাসনাত আব্দুল্লাহর, দেশবিরোধী ষড়যন্ত্র চলমান
‘এ মাসেই বাংলাদেশে ২৩টি মিটিং করেছে ভারতের গোয়েন্দা সংস্থা’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, মে মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত ২৩টি বৈঠক করেছে।
বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
হাসনাত লেখেন, এসব বৈঠকের উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে পুনর্গঠনের পথ করে দেয়া। বিচার প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে—যাতে এক সময় বলা যায়,আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয়।
তিনি আরও বলেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নেই, নিষিদ্ধ করার চিন্তাও নেই—তার সঙ্গে আমরা নেই।
একই দিনে আরেকটি পোস্টে হাসনাত আগের সরকারেরও সমালোচনা করেন। তিনি বলেন, খুনিকে দেশ ছাড়ার সুযোগ দেয়া হয়, পুলিশ ধরলেও আদালত জামিন দেয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয়ভাবে পাসপোর্ট করে দেয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা ছিলো জানুয়ারিতে, এখন মে মাসেও শুরু হয়নি।
তিনি প্রশ্ন তোলেন, এ হচ্ছে বিচার? এ হলো ইন্টারিম সরকারের সংস্কার?
সবার দেশ/কেএম




























