শেখ শাইরা শারমিন বিদেশ যেতে পারলেন না
আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিমানবন্দরে বাধা

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যাত্রার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাধা দিয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে গেলে তাকে থামিয়ে দেয়া হয়।
বিমানবন্দরের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিলো শেখ শাইরা শারমিনের। তিনি থাই এয়ারওয়েজের টিজি৩২২ ফ্লাইটে চেক-ইনও সম্পন্ন করেন। কিন্তু ইমিগ্রেশন থেকে তাকে ফ্লাইটে উঠতে দেয়া হয়নি।
শেখ শাইরা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা এবং আওয়ামী লীগ নেতা শেখ হেলাল উদ্দীনের মেয়ে। একইসঙ্গে তিনি সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বড় বোন।
শেখ হেলাল উদ্দীন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়। তিনি বাগেরহাট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীক নিয়ে। তার পুত্র শেখ তন্ময়ও বাগেরহাট-২ আসনে একই প্রতীক নিয়ে সাংসদ নির্বাচিত হন।
সবার দেশ/কেএম