Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৬, ৬ জুলাই ২০২৫

সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: গয়েশ্বর চন্দ্র রায়

সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের জনগণ মাঠে নামলে সংসদ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই।

শনিবার (৫ জুলাই) কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপির আয়োজনে ‘যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ের নির্বাচন’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা যদি মাঠে নামি, তবে নির্বাচন ঠেকানোর শক্তি কারো হাতে নেই। অনেকে বলে, আমরা গত ১৬ বছরে কিছু করতে পারিনি। তাদের বলতে চাই, চাইলে এখন ১৬ দিনেই সেটা প্রমাণ করা সম্ভব। তবে আমরা এখনো সে পথে হাঁটছি না। সময়ের প্রয়োজনেই আমরা আমাদের অবস্থান ঠিক করব।

তিনি আরও বলেন, একজন ভদ্রলোক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের অপেক্ষায় আছি। যথাসময়ে নির্বাচন হবে—এই বিশ্বাস নিয়ে আমরা ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য খাতের নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি জামায়াতের হাতে চলে গেছে। সেখানে অন্য কোনো দলের বা ব্যক্তির তেমন জায়গা নেই।

ভারতের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, মাঝেমধ্যে কেউ কেউ ভারতের দালাল বলে প্রচারণা চালায়। প্রকৃতপক্ষে যারা ভারতের হয়ে দালালি করে, তারাই আসল দালাল। যারা নির্বাচনের বিরোধিতা করে, শুধু সংস্কারের কথা বলে—তারাই ভারতের প্রকৃত দালাল।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, এদের হাত ধরেই আওয়ামী লীগের দুর্নীতিবাজ, দখলদার, খারাপ লোকেরা বিভিন্নভাবে বিএনপির ভেতরে প্রবেশের চেষ্টা করছে। আপনারা সবাই জানেন, পরাগ মণ্ডলকে অপহরণের নেপথ্যের কারা ছিল। এখন শুনছি তিনি জামায়াতের নেতা হয়েছেন। জামায়াত আসলে কী, তা আপনারা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারছেন।

সমাবেশে তিনি কেরানীগঞ্জকে মাদক ও অস্ত্রমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে একটি ‘বৃহৎ উন্নয়ন পরিকল্পনা’ গ্রহণের ঘোষণা দেন।

সবার দেশ/এফএস 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন