Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ২২ জুলাই ২০২৫

আপডেট: ০০:২৮, ২২ জুলাই ২০২৫

পাশে থাকার নির্দেশ বিএনপির

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ খালেদা জিয়া ও তারেক রহমানের

বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ খালেদা জিয়া ও তারেক রহমানের
ফাইল ছবি

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এক যৌথ শোকবার্তায় তারা নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। সে সঙ্গে দুর্ঘটনায় শোকাহত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।

দলের এ দুই শীর্ষ নেতা জানিয়েছেন, তারা আহতদের চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজখবর রাখছেন এবং সার্বিক সহায়তার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন।

শোকবার্তায় বলা হয়, উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনার পরপরই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, ও 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ঘটনাস্থলে ছুটে যান। তারা উদ্ধার তৎপরতায় সক্রিয় অংশ নেন এবং আহতদের পাশে দাঁড়ান।

আরও পড়ুন <<>> নিহতদের পরিবারকে কী জবাব দেব—আত্মগ্লানিতে প্রধান উপদেষ্টা ইউনূস

এছাড়া, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স বহর দুর্ঘটনাস্থলে পাঠানো হয়। চিকিৎসা সহায়তা ছাড়াও তারা প্রয়োজনীয় উদ্ধার কাজে অংশ নেয়।

তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে দুর্ঘটনার আপডেট নিচ্ছেন এবং দলের নেতাকর্মীদের স্বেচ্ছাসেবী হিসেবে আহতদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। সে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের জন্য রক্তদানের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী শুরু থেকেই ঘটনাস্থলে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। দলীয় পর্যায়ে সহানুভূতির পাশাপাশি বাস্তব সহায়তার উপস্থিতি নিশ্চিত করতে সব পর্যায়ের নেতাদের সক্রিয় থাকতে নির্দেশ দিয়েছেন দলীয় শীর্ষ নেতৃত্ব।

সবার দেশ/কেএম

সর্বশেষ