Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২৯ আগস্ট ২০২৫

মঞ্চ ৭১ থেকে আটক সবার ‘সসম্মানে মুক্তি’ দাবি কাদের সিদ্দিকীর

মঞ্চ ৭১ থেকে আটক সবার ‘সসম্মানে মুক্তি’ দাবি কাদের সিদ্দিকীর
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ‘মঞ্চ ৭১’-এর আয়োজিত অনুষ্ঠানে আটক হওয়া সবার সসম্মানে মুক্তি দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের নিজ বাসভবন ‘সোনার বাংলা’য় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে বক্তা ও শ্রোতা উভয় দিক থেকেই মানুষকে পুলিশ তুলে নিয়ে গেছে। তাদের অবিলম্বে সসম্মানে মুক্তি দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেই নিশ্চয়তা দিতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধানকে।

কাদের সিদ্দিকী অভিযোগ করেন, গণতান্ত্রিক দেশে সভা-সমাবেশ বানচাল করার কোনো সাংবিধানিক বা আইনানুগ সুযোগ নেই। তিনি বলেন, মব তৈরি করে আলোচনা পণ্ড করার ঘটনা উদ্বেগজনক।

২৪ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের বিজয় প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, আমি সেই বিজয়কে স্বাধীনতার কাছাকাছি মনে করেছিলাম। ভেবেছিলাম এ অর্জন হাজার বছর স্থায়ী হবে। অথচ এক বছরের মধ্যেই তা ধ্বংসের পথে—এটা কল্পনাও করিনি।

নির্বাচন সংস্কারের প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা হলো সুন্দর ও নিরপেক্ষভাবে ভোট আয়োজন। ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেই নিশ্চয়তা আনতে হবে। অনির্বাচিত কারও পক্ষে এ কাজ করা সম্ভব নয় এবং করা উচিতও নয়। জনগণ তা মেনে নেবে না।

মুক্তিযোদ্ধাদের ঐক্যের প্রচেষ্টা নিয়ে তিনি বলেন, প্রথমে কাদেরিয়া বাহিনীর মধ্যে ঐক্য গড়ে তুলতে চেষ্টা করছেন। তার বিশ্বাস, এতে বড় সাফল্য আসবে। তিনি বলেন, আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টি—এভাবে বিভক্ত না করে মুক্তিযোদ্ধাদের জাতীয় পরিচয়ে ঐক্যবদ্ধ হতে হবে।


সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ