অনিবার্য কারণে ১১ দলের আসন সমঝোতার ঘোষণা স্থগিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের মধ্যে চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে আজ যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো, তা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিলো। সেখানে আসন বণ্টন ও নির্বাচনী সমঝোতা বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার প্রস্তুতি ছিলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় আসন সমঝোতার জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৪টায় ১১ দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়া হয়েছিলো। তবে অনিবার্য কারণবশত সেটি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় ও তারিখ পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক অঙ্গনে এ সংবাদ সম্মেলন ঘিরে আগ্রহ ছিলো ব্যাপক। কারণ, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে আসন সমঝোতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিলো। বিশেষ করে জামায়াতে ইসলামীসহ একাধিক দলের মধ্যে সম্ভাব্য সমন্বয় নিয়ে নানা জল্পনা ছিলো।
সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত অবস্থান জানতে আরও অপেক্ষা করতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সবার দেশ/কেএম




























