Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ০০:০২, ৩০ আগস্ট ২০২৫

গণ অধিকার পরিষদ-জাপা সংঘর্ষ, সেনা মোতায়েন

আবারও রক্তাক্ত ভিপি নুর

আবারও রক্তাক্ত ভিপি নুর
ছবি: সংগৃহীত

রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (২৯ আগষ্ট) রাতে সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় জাপা নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয় এবং গণ অধিকার পরিষদের নেতাদের ১০ মিনিটের মধ্যে সরে যেতে নির্দেশ দেয়। কিন্তু তারা না সরায় ব্যাপক লাঠিচার্জ চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে নুরসহ একাধিক নেতা-কর্মী আহত হন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ (৩২), সদস্য হাসান তারেক (২৮), উত্তর শাখার সাধারণ সম্পাদক ফারজানা কিবরিয়া (৩০), মেহবুবা ইসলাম (৩০), নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আনিসুর রহমান (৪২) এবং একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

আহতদের হাসপাতালে নেয়া গণ অধিকার পরিষদের নেতা ইমরান জানান, মিছিল নিয়ে যাওয়ার সময় জাতীয় পার্টির কর্মীরা আমাদের ওপর ইটপাটকেল ছোড়ে। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের চারজন গুরুতর আহত হন। আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, বিজয়নগর থেকে গণ অধিকার পরিষদের চারজন কর্মী ও একজন পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয়ার সময় আমাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনী হামলা চালায়। এতে নুরুল হক নুর মারাত্মক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর গণ অধিকার পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে আবারও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় কর্মীরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া দিলে আলরাজী টাওয়ারের সামনে গিয়ে জমায়েত হয়। সেখানেই নুরসহ দলের শীর্ষ নেতারা অবস্থান করছিলেন। একপর্যায়ে তাদের ওপরও লাঠিচার্জ করা হয়।

এর আগে সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মীরা তাদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে।

অন্যদিকে, জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, গণ অধিকার পরিষদের হামলায় আমাদেরও বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে এবং আশঙ্কা আছে আবারও হামলা হতে পারে।

ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ