Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৭, ৮ জানুয়ারি ২০২৫

লন্ডন পৌঁছেছেন খালেদা জিয়া

‘তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া’

‘তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া’
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারেক রহমানকে নিয়ে খালেদা জিয়া দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, তাদেরকে কেউ ঠেকাতে পারবে না। কারণ তাদের জনপ্রিয়তা অত্যন্ত বিস্তৃত। ৮ জানুয়ারি বুধবার, জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ফারুক বলেন, মা ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তাকে। তিনি আরও জানান, তারেক রহমানের উদ্দেশ্য হলো জিয়াউর রহমানের আদর্শকে ভিত্তি করে বাংলাদেশের মানুষের সম্মান পুনরুদ্ধার করা এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র রক্ষা করা। 

ফারুক আরও অভিযোগ করেন, খালেদা জিয়াকে জনপ্রিয়তার কারণে শেখ হাসিনা নিঃশেষ করতে চেয়েছিলেন। তার মতে, খালেদা জিয়ার আপোষহীনতা, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান এবং বিচার বিভাগের স্বাধীনতার কারণে দেশের মানুষ তাকে ভালোবাসে।

তিনি বলেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বর্তমান সরকার ষড়যন্ত্র করতে পারে, তবে তারেক রহমানের নেতৃত্বে এসব ষড়যন্ত্র রোধ করা সম্ভব। জয়নুল আবদিন ফারুক বলেন, মানুষের এখন ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে এবং তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে।

এ অবস্থায়, তারেক রহমানের দেশে ফিরে আসা এবং দেশকে পরিচালনা করার বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ