Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৪, ৩ নভেম্বর ২০২৫

নেত্রকোনা-৪ আসনে লড়বেন লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা-৪ আসনে লড়বেন লুৎফুজ্জামান বাবর
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসন থেকে প্রার্থী হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নেত্রকোনা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লুৎফুজ্জামান বাবর নির্বাচনে অংশ নেবেন। দলীয় সূত্রে জানা গেছে, বাবর দীর্ঘদিন ধরে নেত্রকোনা এলাকায় সক্রিয় রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সমর্থন আছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতান্ত্রিক মূল্যবোধ ও ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা ২৩৭ আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছি এবং বাকি আসনের বিষয়ে সমন্বয় ও আলোচনা চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতারা, যার মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও অন্যান্য সিনিয়র নেতা।

দলীয় সূত্র জানায়, প্রার্থী তালিকা নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় কমিটির পরামর্শ, মাঠপর্যায়ের জরিপ ও দলের প্রতিশ্রুতিশীল নেতৃত্বকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বাবরের প্রার্থিতা দলীয় ঐক্য এবং নেত্রকোনা এলাকার সমর্থন আরও শক্তিশালী করার লক্ষ্যেও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ