ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটের সমীকরণ
রুমিন ফারহানার পরিবর্তে জুনায়েদ আল হাবিবকে নিলো বিএনপি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপির হয়ে নির্বাচন করার ইচ্ছা পোষণ করলেও শেষ পর্যন্ত জোটের সমীকরণে দলীয় প্রতীক পাচ্ছেন না ব্যারিস্টার রুমিন ফারহানা। আসন সমঝোতার কারণে এ আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রুমিন ফারহানার অবস্থান ও স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা
সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা এ আসনে বিএনপির প্রধান মনোনয়নপ্রত্যাশী ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি এলাকায় গণসংযোগ ও সভা-সমাবেশ চালিয়ে আসছিলেন। ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় এ আসনটি ফাঁকা রাখায় গুঞ্জন উঠেছিলো যে এটি কোনও শরিক দলকে দেয়া হতে পারে।
দলীয় সিদ্ধান্ত প্রকাশের আগেই গত ১৯ ডিসেম্বর সরাইলের এক সভায় রুমিন ফারহানা তার অনড় অবস্থানের কথা জানান। তিনি সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন আমি সরাইল-আশুগঞ্জ থেকেই করবো। দলীয় সিদ্ধান্ত আসার পর তার অনুসারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে এবং তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন বলে জোরালো আভাস পাওয়া যাচ্ছে।
বিএনপির কড়া হুঁশিয়ারি
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টভাবে জানিয়েছেন যে, জোটের ঐক্য বজায় রাখতে শরিকদের আসন ছেড়ে দেয়া হয়েছে। মাওলানা জুনায়েদ আল হাবিব 'খেজুর গাছ' প্রতীকে নির্বাচন করলেও বিএনপি সমর্থিত ভোটারদের তাকে জয়ী করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ স্বতন্ত্র বা ‘বিদ্রোহী’ প্রার্থী হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেন মহাসচিব।
স্থানীয় নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা রুমিন ফারহানাকে মূল্যায়ন না করায় অসন্তোষ প্রকাশ করলেও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু জানিয়েছেন, তারা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবেন না এবং ধানের শীষের জোট প্রার্থীকে বিজয়ী করতে নৈতিকভাবে দায়বদ্ধ।
ব্যারিস্টার রুমিন ফারহানা শেষ পর্যন্ত স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন কি না, তা নিয়ে এখন সরাইল ও আশুগঞ্জ এলাকায় চলছে টানটান উত্তেজনা।
সবার দেশ/কেএম




























