দুই দিনের ঠাসা কর্মসূচি
শহীদ হাদির কবর জিয়ারতে যাবেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বীরের বেশে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় পা রাখার পর ব্যস্ত সময় পার করছেন তিনি। নেতাকর্মীদের সংবর্ধনা এবং অসুস্থ মাকে দেখার পর এবার তিনি মনোযোগ দিচ্ছেন জাতীয় ও শোকাবহ কর্মসূচিগুলোতে।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে আজ রাতে বিশ্রাম নিয়ে আজ শুক্রবার থেকে তিনি দুই দিনের ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে মহান স্বাধীনতার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত।
আগামী দু্ই দিনের কর্মসূচি একনজরে
শুক্রবার (২৬ ডিসেম্বর):
- শহীদ জিয়ার মাজার জিয়ারত: জুমার নামাজের পর তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে যাবেন। সেখানে তার বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা: মাজার জিয়ারত শেষে তিনি সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর):
- ভোটার নিবন্ধন ও এনআইডি: দীর্ঘ সময় বিদেশে থাকায় তার জাতীয় পরিচয়পত্র (NID) ও ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়নি। শনিবার সকালে তিনি আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে যাবেন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে।
- শহীদ ওসমান হাদির কবর জিয়ারত: ভোটার নিবন্ধনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাবেন। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন।
- পঙ্গু হাসপাতাল পরিদর্শন: ওইদিন বিকেলে তিনি শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যাবেন। সেখানে জুলাই অভ্যুত্থানে চিকিৎসাধীন আহতদের খোঁজ নেবেন এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন।
তারেক রহমানের এ স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রতিটি কর্মসূচি ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করছে বিএনপি।
সবার দেশ/কেএম




























