দোয়া ও স্মৃতিচারণে নেতারা
খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে শোকের ছায়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার প্রয়াণের খবরে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও নেতারা শোকবার্তা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় ফজরের নামাজের পর ইন্তেকাল করেন। দলটির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে গভীর শোক প্রকাশ করে বলেন, দলের চেয়ারপারসনের মৃত্যুতে তারা শোকাহত। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সোশ্যাল মিডিয়ায় দেয়া পোস্টে শোক ও সমবেদনা প্রকাশ করেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে মরহুমার জন্য দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। একই সঙ্গে তিনি মরহুমার পরিবার, স্বজন ও সহকর্মীদের জন্য সবরে জামিল কামনা করেন।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শোক প্রকাশ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টে খালেদা জিয়াকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি মরহুমার জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করেন।
তিনবারের সাবেক এ প্রধানমন্ত্রী বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে এবং নানা মতাদর্শের নেতারা সোশ্যাল মিডিয়ায় শোক, দোয়া ও স্মৃতিচারণা করছেন।
সবার দেশ/কেএম




























